নতুন শিক্ষক নিয়োগ কি হবে? সাফ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন শিক্ষক নিয়োগ কি হবে? সাফ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: একের পর এক অনিয়ম, মামলায় গেরোয় থমকে শিক্ষক নিয়োগ৷ প্রতি বছর শিক্ষক না নিয়োগ না হওয়ায় তুমুল অসন্তোষ রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে৷ এবার পুরসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, নতুন করে শিক্ষক নিয়োগ হবে কি না, সেটা যদি তিনি জানিয়ে দেন, তাহলে শিক্ষা দপ্তর কি করবেন? 

আজ নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে শিক্ষকদের নিজের জেলায় বদলি প্রসঙ্গে বলতে গিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে কি না, সেই প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয়, শিক্ষক নিয়োগের বিষয়ে কিছু হল? এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘নিয়োগ…?’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকদের বিষয়টি আজকের মেনশন করা হল৷ কোনও গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি স্বরসতী পূজোর সময় যেটা বলেছিলাম, ক্যাবিনেট সেটা মেনশন করা হল৷ অনেক শিক্ষকরা আছেন, দূরে দূরে থাকেন৷ তাঁদের সন্তানদের প্রতি পালন করতে সমস্যা হয়৷ তাঁদের ঘরবাড়ি দূরে থাকে৷ বাবা-মা অনেক কষ্ট করে৷ যাতায়াত করতে অনেকটা দূর হয়ে যায়৷ তাতে তাদের ফ্যামিলি দেখতে পারেন না৷ স্কুলে যাতায়াত করতে সময় চলে যায়৷ তাই একটা প্ল্যানিং করার চেষ্টা করছি, জেলার শিক্ষক সেই জালায় হয়, সেটা নিয়ে একটা বিশেষজ্ঞ দল গঠন করার কথা বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রীকে একটা প্রোগ্রাম করে বিষয়টি জানাতে বলা হয়েছে৷’’ 

এরপরই নতুন শিক্ষক নিয়োগ করা হবে কি না জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী কিছুটা উষ্মা প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভাই এটা শিক্ষা দপ্তরের বিষয়৷ শিক্ষা দপ্তর বলবে৷ আমি যদি সব বলে দিই তাহলে ওরা কি করবে? এটা ধারাবাহিক পদ্ধতি৷ এটা চলতেই থাকে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =