৯০ হাজার শূন্যপদে বিরাট নিয়োগ রেলের, আসছে সুখবর

৯০ হাজার শূন্যপদে বিরাট নিয়োগ রেলের, আসছে সুখবর

নয়াদিল্লি: বিপুল কর্মীর অবসরের কারণে ২০২১ সালে রেলে প্রায় ৯০ হাজার শূন্যপদ তৈরি হতে চলেছে৷ রেল মন্ত্রক সূত্রে খবর, চলতি বছর মার্চ মাসের মধ্যে ৪৭ হাজার রেলকর্মী অবসর নেবেন৷ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে অবসর নেবেন আরও ৪১ হাজার কর্মী৷

রেলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার শূন্যপদ ফাঁকা রয়েছে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র৷ সূত্রের খবর, ইতিমধ্যে দু’লক্ষ ৯৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রক্রিয়া শেষের পথে৷ এইসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর আগামী এক বছরের মধ্যে বিপুল শূন্যপদ তৈরি হবে৷

অন্টিসিমেটেড ভ্যাকান্সি আওতায় চলতি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য শূন্যপদে কিছু অংশ পূরণ করার চেষ্টা হলেও ২০২১ সালের মার্চ মাসের পর বহু পদ ফাঁকা হয়ে যাবে৷ ফলে বছরখানেকের মধ্যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা জোরালো হচ্ছে৷ 

যদিও এই অবসর নেওয়ার পেছনে বেশ কিছু কারণ খুঁজে পাচ্ছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা গত বছর রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অদক্ষ কর্মীদের স্বেচ্ছায় অবসর দেওয়া হবে৷ পারফরম্যান্স খারাপ হলে অবসরের জন্য তাদের বলা হবে৷ আর সেই স্বেচ্ছায় অবসর নিলে বেশকিছু ভাতার ঘোষণাও করা হয়েছে৷ আর এই সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে কম জল ঘোলা হয়নি৷ এবার সেই বিতর্ক কাটতে না কাটতেই প্রকাশ্যে এল বিপুল হারে অবসর নেওয়ার সংখ্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *