চুক্তির ভিত্তিতে ভোটের আগে হাজার পদে নিয়োগ রাজ্যের

চুক্তির ভিত্তিতে ভোটের আগে হাজার পদে নিয়োগ রাজ্যের

কলকাতা: ভোটের বাজার কাঁপাতে স্থায়ী নিয়োগের পরিবর্তে এবার চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের পথে হাটার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা৷ পরিবহণ, নগরোন্নয়ন ও কৃষি দপ্তর প্রায় এক হাজারের বেশি পদে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে৷ 

নতুন চুক্তির নিয়োগের তালিকায় রয়েছে পুরসভার গ্রুপ-ডি কর্মী, ইঞ্জিনিয়ার, ক্লার্ক থেকে শুরু করে পরিবহণ দপ্তরের গাড়ির চালক, কন্ডাক্টর পদ৷ শীঘ্রই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে৷ নবান্ন সূত্রে খবর, পরিবহণ দপ্তরে ৪৮৭ জন চালক, ৩৯৪ জন কন্ডাক্টরকে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে৷ ৮৮১ জন চালক-কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷

জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দপ্তরে ২০০’র বেশি চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে৷ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১৬১ জন ও কলকাতা, পাঁশকুড়া, নবদ্বীপ পুরসভায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী এপ্রিল মাসে রাজ্যে পুরসভা নির্বাচন৷ ওই ভোটের আগে পুরসভা ও কর্পোরেশনে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *