রানাঘাট: ফের বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে দরাজ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ রানাঘাটে নাগরিক আইন ও জাতীয় পুঞ্জি বিরোধী সভামঞ্চ থেকে বাংলায় কীভাবে লাখ লাখ কর্মসংস্থান হবে, নয়া ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
রানাঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘বেকারি বাড়তে বাড়তে ৪৫ বছরে ৩২ শতাংশ বেকারত্ব বেড়েছে দেশে৷ আমাদের বাংলায় তার প্রভাব পড়তে দেয়নি৷ কেন জানেন? আমরা অনেক কর্ম সৃষ্টি করেছি৷ আমরা গর্বের সঙ্গে বলি, ভারতবর্ষে যখন ৩২ শতাংশ বেকারত্ব বেড়েছে সারাদেশে, বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি আমরা এই ৪ বছরের৷ আর সেই কারণে আপনাদের কষ্ট বুঝতে হয়নি৷’’
বাংলায় ভারী শিল্প নির্মাণ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘অনেকে ভুল বলে৷ বড় একটা কারখানা করুন৷ এক হাজার লোকের চাকরি হবে৷ আরে ভাই, বড় একটা কারখানা করলে এক হাজার লোকের চাকরি হবে৷ আর আমি যদি ছোট ছোট অনেক কারখানা করি, তাহলে মনে রাখবেন আমাদের লাখ লাখ ছেলেমেয়েদের কাজ হবে৷ এটাই মাথায় রাখতে হবে৷’’