২৫৭৭ শূন্যপদে জেলা ট্রাফিক পুলিশে নিয়োগ রাজ্যের, সিভিকদের বিশেষ সুবিধা

২৫৭৭ শূন্যপদে জেলা ট্রাফিক পুলিশে নিয়োগ রাজ্যের, সিভিকদের বিশেষ সুবিধা

কলকাতা: রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক পুলিশে প্রচুর সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ খুব দ্রুত এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন৷ প্রতি জেলায় ট্রাফিক উইং গড়ার পরিকল্পনাও রয়েছে নবান্নের৷

নবান্ন সূত্রে খবর, কলকাতার বাইরে গোটা রাজ্যজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রাথমিকভাবে ২৫৭৭ জনকে নিয়োগ করা হবে৷ প্রত্যেক জেলায় ট্রাফিক উইং তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ জেলার যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে এই ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে বলে খবর৷ এই নিয়োগ প্রক্রিয়ায় সিভিক ভলেন্টিয়ারদের অগ্রাধিকার দেওয়া হবে৷

এতদিন পুলিশ সুপারের নেতৃত্বে থাকত জেলায় আইনি ব্যবস্থা৷ এখন প্রতিটি জেলায় ট্রাফিক উইং বানিয়ে জেলাপিছু কন্ট্রোল রুম খোলা হবে৷ প্রতিটি জেলার ক্ষেত্রে ট্রাফিকের দায়িত্ব সামলাবেন এসপি পদমর্যাদার অফিসার৷ এই ব্যবস্থায় এসপি পদমর্যাদার অফিসার নিয়োগ করার কথা ভাবছে নবান্ন৷

জেলার যাননিয়ন্ত্রণে ১৭০০ কনস্টেবল, ১৭৭ জন ড্রাইভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷ প্রতিটি জেলায় ট্রাফিক এসপির তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে খবর৷ একই সঙ্গে ৭৫ জন ইন্সপেক্টর, ১২ জন এসপি, ৩ এএসপি নিয়োগ করা হবে৷ জেলায় ট্রাফিক সামলাতে আলাদা এসপি জেলা গঠন করা হবে৷ খুব শীঘ্রই এই বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *