কেন ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করবে রাজ্য? জাবাব দেবেন শিক্ষামন্ত্রী?

কেন ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করবে রাজ্য? জাবাব দেবেন শিক্ষামন্ত্রী?

504cd7feff7a955bfe877f5876d4e3eb

কলকাতা: দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুর জেলায় চুক্তিভিত্তিক ভলিন্টিয়ার শিক্ষক, ক্লার্ক পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ওই পদগুলিতে কাজের মেয়াদ ১ বছর৷ এদিকে বহু দিন ধরে স্থগিত রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষা৷ এই বিষয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবার জবাবদিহি চাইলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷
প্রবীণ বাম নেতার মতে, শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি স্থগিত রেখে জেলায় অস্থায়ী কর্মী নিয়োগের প্রচেষ্টা অত্যন্ত কুটিল একটি পদক্ষেপ৷ এই পদক্ষেপ গ্রহণের ফলে রাজ্য সরকার প্রত্যক্ষ ভাবেই কর্মপ্রার্থীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে৷

গত ৫ বছর যাবত রাজ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোনও শিক্ষিক নিয়োগ হয়নি৷ লিখিত পরীক্ষায় আনুমানিক ৩০ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষাতেও কৃতকার্য হয়েছেন৷ অথচ তাঁদের নিয়োগ করেনি রাজ্য সরকার৷ বহু কর্মপ্রার্থী বিএড পাশ করে শিক্ষক হওয়ার যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ পরিকল্পনায় ত্রুটি থাকার জন্য আজও বেকারত্বের সমস্যায় দিন কাটাচ্ছেন৷ 

এই সমস্যার সমাধান না করে সরকার কোন যুক্তিতে জেলায় জেলায় চুক্তিভিত্তিকশিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? এই প্রশ্নে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ রাজ্য সরকারকে বিঁধেছেন সূর্য৷ তাঁর মতে, এইরকম ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কর্মপ্রার্থীদের মধ্যে ভেদাভেদ করতে পারেন সরকার৷ এটা সবদিক থেকেই নীতি বিরুদ্ধ এবং অগণতান্ত্রিক কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *