এখনও রয়েছে ২০০০ টাকার নোট? ব্যাঙ্কে দেননি? জমা দেওয়ার সময়সীমা বাড়ল RBI

এখনও রয়েছে ২০০০ টাকার নোট? ব্যাঙ্কে দেননি? জমা দেওয়ার সময়সীমা বাড়ল RBI

নয়াদিল্লি: বাড়িতের আলমারিতে এখনও ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে? এখনও ব্যাঙ্কে জমা দেননি? আজ, অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই তো ছিল ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষদিন৷ তাহলে এবার? না চিন্তা নেই। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা আরও ৭ দিন বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শনিবার, আরবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। তবে যে কোনও ব্যাঙ্কে গেলেই নোট বদল হবে না।

আরবিআই জানিয়েছে, আগামী শনিবার, অর্থাৎ ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে বদল করা যাবে। তবে সমস্ত ব্যাঙ্কে নোট বদল হবে না। কেবল আরবিআইয়ের ১৯টি শাখায় নোট বদল করা যাবে। সশরীরে গিয়ে বা ডাক বিভাগের মাধ্যমেও আরবিআইয়ের যে কোনও শাখায় ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন গ্রাহকরা৷ তবে ৮ অক্টোবর থেকে আর কোনও ভাবেই ২০০০ টাকার নোট বদল করা যাবে না৷। এ কথা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই সূত্রে খবর, চলতি বছর ১৯ মে পর্যন্ত ৩.৫৬ লক্ষ কোটি টাকা বাজারে ছাড়া হয়েছিল। তার মধ্যে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত মোট ৩.৪২ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়ে গিয়েছে। অর্থাৎ ০.১৪ লক্ষ কোটি টাকা এখনও বাজারে রয়ে গিয়েছে। বাজারে পড়ে থাকা এই টাকা ব্যাঙ্কে ফিরিয়ে আনতেই নোট বদলের সময়সীমা আরও ৭ দিন বাড়াল আরবিআই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *