police
নয়াদিল্লি: সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশি হানা৷ ‘নিউজক্লিক’কাণ্ডে মঙ্গলবার সকালে ইয়েচুরির ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশ৷
প্রসঙ্গত, পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের এই বাড়িটি দলের সাধারণ সম্পাদকের জন্য বরাদ্দ করা হয়েছে দলের তরফে৷ সীতারামের সঙ্গে এই বাড়িতেই থাকেন নিউজক্লিক-এর এক সাংবাদিক। ঘটনাচক্রে, তাঁর বাবা সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতরে কর্মরত। সেই সুবাদেই পণ্ডিত রবিশঙ্কর লেনের ওই বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন তিনি। এদিকে, নিউজক্লিককাণ্ড নিয়ে সরগরম রাজধানী৷ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ৷ তাই ইয়েরচুরির বাড়িতে ওই যুবকের খোঁজেও হানা দেয় তারা। সিপিএমের সাধারণ সম্পাদকের বাড়ি থেকেই ওই সাংবাদিকের ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা করে নিয়ে যাওয়া হয়৷
ইয়েচুরির বাড়িতে এই তল্লাশি প্রসঙ্গে সিপিএমের পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানান, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে৷ সাংবাদিক, স্ট্যান্ডআপ কমেডিয়ানদের বাড়িতেও তল্লাশি চলছে। কী অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে সেটা অবশ্য স্পষ্ট নয়। প্রসঙ্গত, নিউজক্লিক-এর সঙ্গে যুক্ত বেশ কিছু সাংবাদিকের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। উল্লেখ্য, আর্থিক তছরুপ এবং চিনকে সমর্থন করে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল নিউজক্লিক-এ৷ সেই অভিযোগই দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডায়েরক্টরেট (ইডি)-এ।