PSC-র মাধ্যমে ৩ হাজার শূনপদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ

PSC-র মাধ্যমে ৩ হাজার শূনপদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ

কলকাতা: প্রায় দেড় দশক ধরে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার পদে কোনও নিয়োগ হয়নি৷ ১৫ বছর ধরে নিয়োগ না হওয়ায় সুপারভাইজার পদে প্রায় ৩ হাজার শূন্যপদ তৈরি হয়েছে৷ এবার ভোটের আগে সেই শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন৷ এই প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করবে পিএসসি৷

এই মুহূর্তে শুধু মহিলারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার পদে কাজ করতে পারেন৷ রাজ্যে এমন দু’হাজারের সুপারভাইজার কাজ করছেন৷ এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেগুলিতে কাজের গতি আনতে আরও ৩ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে৷ নিয়োগে স্বচ্ছতা আনতে পিএসসিকে দেওয়া হচ্ছে নিয়োগের দায়িত্ব৷

পিএসসি গত সেপ্টেম্বরে নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়েছে৷ সফল প্রার্থীদের তালিকা আগামী মার্চে প্রকাশিত হতে পারে৷ এপ্রিল মাসে চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে৷ তারপর প্রার্থীদের দেওয়া হবে ইন্টারভিউ৷ ৫০ শতাংশ পদে সুপারভাইজার নিয়োগ করা হবে নতুন প্রার্থীদের৷ বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলাদের জন্য ছেড়ে রাখা হয়েছে৷ নতুন বেতন হারে একজন সুপারভাইজারের চাকরির শুরুতেই বেতন হবে প্রায় ৩৬ হাজার টাকা৷

মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা কর্মীরা যে কাজ করেন, তার উপর নজর রাখবেন এই সুপারভাইজাররা৷ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া থেকে সচেতন করার পাশাপাশি দপ্তরে রিপোর্টও পাঠানোর কাজ করবেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =