মোদী-রাহুল না মমতা? প্রধানমন্ত্রী পদে কাকে চাইছেন মুসলিমরা? সমীক্ষায় বড় চমক

মোদী-রাহুল না মমতা? প্রধানমন্ত্রী পদে কাকে চাইছেন মুসলিমরা? সমীক্ষায় বড় চমক

modi

নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ কেন্দ্রে আরও একবার নরেন্দ্র মোদীর সরকার আসবে বলে আত্মবিশ্বাসী বিজেপি। কিন্তু, রাজনীতির অলিন্দে প্রশ্ন উঠেছে, তৃতীয়বার ক্ষমতায় আসবে বিজেপি সরকার? নাকি ক্ষমতা যাবে ‘ইন্ডিয়া’র হাতে? লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ওপিনিয়ন পোল৷ সম্প্রতি একটি সমীক্ষায় জানতে চাওয়া হয়, দেশের মুসলিম সম্প্রদায় কোন নেতাকে প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চায়৷ সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।

ইন্ডিয়া টিভি এবং CNX-এর ওই সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৫২ শতাংশ মুসলিম আগামী দিনে প্রধানমন্ত্রীর কুর্সিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দেখতে চান৷ মাত্র ৩ শতাংশ মুসলিম চাইছেন আরও একবার ক্ষমতায় আসুক নরেন্দ্র মোদী। ৮ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। ৬ শতাংশের বিশ্বাস, প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে গিয়েছে ১৪ শতাংশ মানুষের ভোট। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পেয়েছেন ৮ শতাংশ মুসলিমের সমর্থন। এদিকে, আসাদুদ্দিন ওয়েসিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মাত্র ৫ শতাংশ মুসলিম। বাকি ৪ শতাংশ অবশ্য রয়েছে বিকল্প মুখের সন্ধানে৷

ওই সমীক্ষাতেই দলিত সম্প্রদায়ের মানুষদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। ১০ শতাংশ দলিত জানান, তাঁরা প্রধানমন্ত্রী পদে মায়াবতীকে দেখতে চান। তবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই ৫৮ শতাংশ দলিত সম্প্রদায়ের মানুষের পছন্দ৷ তাঁরা চান, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসুক নমো৷ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান ২০ শতাংশ দলিত। ২ শতাংশ দলিত আবার মত দিয়েছেন মল্লিকার্জুন খাড়গের পক্ষে৷ এদিকে, বিকল্প রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ১০ শতাংশ দলিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *