bjp
নয়াদিল্লি: লোকসভা নির্বাচন হতে এখনও কিছুটা দেরি আছে। তবে সোশ্যাল মিডিয়ায় তার জন্য ‘যুদ্ধ’ এখন থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তবে দেশের দুই অন্যতম বড় রাজনৈতিক শক্তির সমাজমাধ্যমের লড়াই যেন অন্য মাত্রায় পৌঁছেছে। তারা একে অপরের বিরুদ্ধে পোস্টার দেওয়া শুরু করেছে। সেখানে একজনকে বলা হচ্ছে ‘রাবণ’, অন্যজনকে বলা হচ্ছে ‘জুমলা বয়’।
কংগ্রেস বিজেপির শীর্ষ নেতাদের কটাক্ষ করে পোস্টার দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবি দিয়ে লেখা হয়েছিল ‘পিএম নরেন্দ্র মোদী অ্যাজ জুমলা বয়’। পোস্টারে এও লেখা, খুব জলদিই নির্বাচনী র্যালিতে তাঁদের দেখা যাবে। এই পোস্টারের কিছু পরেই পাল্টা জবাব দেয় বিজেপি। তারা আবার রাহুল গান্ধীকে নিয়ে পোস্টার তৈরি করেছে।
Going to hit the election rally soon. pic.twitter.com/GCWWr2bwxi
— Congress (@INCIndia) October 4, 2023
এই পোস্টারে তাঁকে রাবণ বানিয়ে লেখা হয়েছে, নতুন যুগের রাবণ। তিনি ধর্ম বিরোধী, রামের বিরোধী। তার লক্ষ্য হল ভারতকে ধ্বংস করা। এই ছবিকে ঘিরে তীব্র তোপ দেগেছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে হিংসাকে উস্কানি দেওয়া হচ্ছে।
The new age Ravan is here. He is Evil. Anti Dharma. Anti Ram. His aim is to destroy Bharat. pic.twitter.com/AwDKxJpDHB
— BJP (@BJP4India) October 5, 2023