সুখবর, অবশেষে কার্যকর শিক্ষক বদলি প্রক্রিয়া, বিজ্ঞপ্তি পর্ষদের

সুখবর, অবশেষে কার্যকর শিক্ষক বদলি প্রক্রিয়া, বিজ্ঞপ্তি পর্ষদের

 

কলকাতা: সরস্বতী পুজোর আগের স্কুল শিক্ষকদের জন্য সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা পর শিক্ষকদের নিজের জেলায় বদলির বিষয়ে মন্ত্রিসভা নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভায় শিক্ষক বদলি সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের পর অবশেষে নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর৷ জারি জোড়া বিজ্ঞপ্তি৷ অবশেষে কার্যকর বন্ধ থাকা শিক্ষক বদলি প্রক্রিয়া৷

টানা দু’মাস লাগাতার ডেপুটেশন, আন্দোলনের পর শিক্ষা দপ্তরের জোড়া বিজ্ঞপ্তি জয় বলে মনে করছেন শিক্ষকদের একাংশ৷ বিকাশভবন সূত্রে খবর, আজ আপস বদলির সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ সোমবার শিক্ষা দপ্তর নির্দেশ পাওয়ার পর আজ মঙ্গলবার আপস বদলির জন্য অপেক্ষারত রাজ্যের  শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে ডিরোজিও ভবনে ডেপুটেশন জমা দেওয়া হয়৷ শিক্ষকদের এই ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন সমিতির অন্যতম সদস্য অনিমেষ হালদার৷ মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন দেওয়ার পর আধিকারিকদের কথাও বলেন শিক্ষকদের প্রতিনিধি দল৷ সেখানে পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয় বদলির চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হবে৷ সেই আজ পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে বদলি প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে৷

নয়া এই নির্দেশের ফলে বুধবার থেকে নিজের পছন্দমত স্কুলে যুক্ত হতে শিক্ষকদের কার্যত আর কোনও বাধা থাকল না৷ স্কুল সার্ভিস কমিশনের হেয়ারিংয়ের পর থেকে টানা দু’মাস বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় বিপাকে পড়েন বহু শিক্ষক৷ পরে শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরে ধারাবাহিক ভাবে বিভিন্ন দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথা বলে, ডেপুটেশন দেন শিক্ষকরা৷ শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফেও নেওয়া হয় একাধিক পদক্ষেপ৷ বদলি বন্ধ থাকায় শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷

সোমবার শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদকে মিউচুয়াল ট্রান্সফারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়৷ যাতে শিক্ষকদের বদলির ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়৷ বিদ্যালয়গুলিকে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ান-সহ সকলকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য রিলিজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর ফলে মিউচুয়াল ট্রান্সফার যাঁদের আটকে ছিল তাঁরা উপকৃত হন৷ এর পর আজ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী বদলি প্রক্রিয়া শুরু করা হবে৷ শিক্ষকরা যাঁতে দ্রুত নতুন স্কুলে যুক্ত হতে পারেন, তার অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে পর্ষদ৷
দীর্ঘ লড়াই আন্দোলনের পর স্কুল শিক্ষকদের বদলির নির্দেশ কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে জানানো হয়েছে, ‘‘বদলি প্রক্রিয়া চালু করার আন্দোলনে যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন৷ আমরা কৃতজ্ঞতা জানাই মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি  দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্রকে৷ আমাদের সমস্যা জানার পর তাঁরা এসএসসির চেয়ারম্যান, বিকাশ ভবন ও  মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিকদের সাথে একাধিক বার ফোন করে ও দেখা করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন৷ সমস্যাটি সার্বিক ভাবে সামনে আনার জন্য অনিমেষবাবু এই রাজ্যের প্রথম শ্রেণির সংবাদ মাধ্যমগুলিতে তুলে ধরার ব্যবস্থা করেন৷ আজও তিনি আমাদের সাথে ছিলেন৷ তিনি জানিয়েছেন, শিক্ষকদের যে কোনও সমস্যায় তিনি সর্বদা সকলের পাশে থাকতে প্রস্তুত৷  প্রথম শ্রেণির সংবাদপত্রে প্রকাশিত হওয়ার ফলে সরকারের উপরও চাপ সৃষ্টি হয় এবং অবেশেষ আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজ আমরা এই নির্দেশ বের করতে সমর্থ হলাম৷ সকলকে আবারও অভিনন্দন৷’’

দাবি আদায়ে শিক্ষকদের ডেপুটেশন

মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্তের অনুমোদনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্মরত শিক্ষকদের এখন থেকে আর দূর জেলায় বদলি হতে হবে না৷ নিজের জেলার বাইরে চাকরি করতে যেতে হবে না স্কুল শিক্ষকদের৷ নিজের জেলায় স্কুলে শিক্ষকরা পাবেন পড়ানোর সুযোগ৷ ফলে, তাঁরা নিজের জেলায় কাজে সুযোগ পেলে কাজে ভালোভাবে মন দিতে পারবেন৷

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও থমকে ছিল শিক্ষকদের বদলি৷ স্কুল সার্ভিস কমিশনের তরফে পারস্পরিক বদলি জন্য গত বছর শেষের দিকে হেয়ারিং হলেও নতুন স্কুলে নিয়োগের ছাড়পত্র পাননি বহু শিক্ষক৷ কমিশন ও বিকাশ ভবনের সমন্বয়ের অভাবে বদলি থমকে বলেও অভিযোগ তুলছিলেন শিক্ষকরা৷ এক বছরেরও বেশি সময় বন্ধ ছিল শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা এতদিন কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ সেই সমস্যা মিটিয়ে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু হয়৷ তাতেও ওঠে দুর্নীতির অভিযোগ৷  বদলির নির্দেশ থমকে থাকায় শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরে অন্তত ৪-৫টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷ অবশেষে শিক্ষকদের জন্য সুখবর শুনিয়ে সোমবার শিক্ষক দপ্তর শিক্ষকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে৷ আজ মঙ্গলবার শিক্ষা দপ্তরের নির্দেশ কার্যকর করার ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =