কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সুযোগ

কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সুযোগ

কলকাতা: গোপালপুর, কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ৷ চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ৷ সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে৷
পদ: বিজ্ঞান, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে৷ ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে৷ প্রথমিক শিক্ষক, কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস, ডান্স, যোগা পদেও নেওয়া হবে শিক্ষক৷

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি ও বিএড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদপ্রার্থীদের৷  কম্পিউটার সায়েন্সের শিক্ষক পদপ্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ বিটেক ডিগ্রি থাকতে হবে৷ কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা এমএসসি অথবা যে-কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা স্নাতক হতে হবে৷ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও বিএড থাকতে হবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদপ্রার্থীদের৷  ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক ও ডিএড বা ডিএলএড কিংবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ বিএড বা সিটেট পাশ প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে অগ্রাধিকার পাবেন৷ শারীর শিক্ষা ব্যাচেলর ডিগ্রি বা সমতুল ডিগ্রি থাকতে হবে গেমস কোচ প্রার্থীদের৷  ডান্স ডিগ্রি থাকতে হবে ডান্স কোচ পদপ্রার্থীদের৷ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ বিএসসি নার্সিং থাকলে নার্স পদে আবেদন করা যাবে৷ যোগা বিষয়ে স্নাতক ও এক বছরের যোগা ট্রেনিং থাকা বাধ্যতামূলক৷ সমস্ত পদের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকপ্রয়োজন৷ হিন্দি ও ইংরেজিতে পড়ানোর ক্ষমতা থারা জরুরি৷

ইন্টারভিউ: ইন্টারভিউ নেওয়া হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ থেকে৷ ঠিকানা: The office of the Principal, Kendriya Vidyalaya Gandhinagar, BSF, Gopalpur, Coochbehar. ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমানপাত্র মূলকপি ও জেরক্স সঙ্গে রাখতে হবে৷  এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য পেতে kvsangathan.nic.in ও coochbehar-kvs.ac.in ওয়েবসাইট দেখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =