ফের চাকরি প্রার্থীদের পিটিয়ে জলকামান দাগল পুলিশ, উত্তাল উত্তরকন্যা

ফের চাকরি প্রার্থীদের পিটিয়ে জলকামান দাগল পুলিশ, উত্তাল উত্তরকন্যা

শিলিগুড়ি: কর্মসংস্থান, প্রতি বছর SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগে উত্তরবঙ্গ জোনের পুনর্বহাল, গেজেট মেনে দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ, প্রাথমিকে টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের দাবিতে রাজপথে নামতেই ফের আক্রান্ত শিক্ষক পদপ্রার্থীরা৷ শিক্ষক নিয়োগের দাবিতে আজ উত্তরকন্যা অভিযানে পা মেলান কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ অভিযোগ, চাকরিপ্রার্থীদের মিছিল উত্তরকন্যার দিকে এগোতেই তিনবাত্তি মোড়ের কাছে বাধা দেয় পুলিশ৷ শুরু হয় তাণ্ডব৷

আজ বাম যুব ছাত্র সংগঠন DYFI ও উত্তরবঙ্গ ছাত্র যুব মঞ্চের ডাকা উত্তরকন্যা অভিযান মিছিলে সামিল হন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ সেখানে ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে চাকরিপ্রার্থীদের উপর লাঠি চার্জ করতে শুরু করে পুলিশ৷ তাতেও কাজ না হওয়ায় চাকরিপ্রার্থীদের উপর জলকামান ছুড়তে শুরু করে পুলিশ৷ পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে ঘটনাস্থলেই অবস্থানে বসে পড়েন চাকরিরপ্রার্থীরা৷ পুলিশ লাঠি ও জলকামানের জেরে বেশ কয়েকজন শিক্ষক পদপ্রার্থী জখম হয়েছেন বলে খবর৷

উত্তাল উত্তরকন্যা

আজ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে আজ উত্তরবঙ্গ অভিযানের ডাক দেয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফাই৷ আজ চাকরিপ্রার্থীদের মহামিছিল থেকে যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয় সংগঠনের তরফে৷

মিছিল থেকে আপার প্রাইমারিতে আইনি সমস্যার সমাধানের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা, এসএসসি-র মাধ্যমে প্রতিবছর নিয়োগ ছাড়াও, উত্তরবঙ্গে এসএসসি-র রিজিওনাল সেন্টার পুনরায় চালু করার দাবিতেও তোলা হয়৷ একই সঙ্গে পাহাড়ে বন্ধ চা বাগানগুলি অবিলম্বে চালু করা ও চা শ্রমিকদের পাট্টা ও ন্যূনতমমজুরি দেওয়াও দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =