অচেনা মহিলাকে চাকরি দিয়ে ‘আনন্দিত’ মমতা! ‘আমরা সবাইকে দেখি’

অচেনা মহিলাকে চাকরি দিয়ে ‘আনন্দিত’ মমতা! ‘আমরা সবাইকে দেখি’

বাঁকুড়া: ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘অচেনা-অজানা’ সদ্য স্বামীহারা মহিলার কষ্ট দেখে সরকারি চাকরির বন্দোবস্ত করে দিলেন মুখ্যমন্ত্রী৷ আজ বাঁকুড়ার প্রশাসনিক সভা মঞ্চ থেকে স্বামীহারা মহিলার কে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আমরা সাইকে দেখি৷ যে যাটে ডিজার্ভ করে, তাঁকে সেটা দেওয়া হয়৷ সেখানে যতটা পারি, করে দিই৷’’

আজ প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনিক কর্তা ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজ সকালে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল এক মহিলা৷ বেনিয়াটোলায় থাকে৷ তাঁর চিঠিতে আমি দেখলাম, সে লিখেছে, তার স্বামী সহকারী অধ্যাপক হিসেবে কলেজে যোগ দিয়েছিল৷ চাকরি পাওয়ার ১৫ দিন পর তাঁর মৃত্যু হয়৷ তাঁর একটা ১৫ দিনের বাচ্চা আছে৷ আর একটা পাঁচ বছরের সন্তান৷ হাউমাউ করে কাঁদছিল৷ আমি দেখেই বুঝে গিয়েছি, এটা মানবিক৷ এইটুকু সবাইকে বুঝতে হবে৷ আমি করে দিয়েছি, তাই বলছি, সেটা নয়৷ এটা করতে পেরে আমি আনন্দিত৷ আমার হৃদয়কে আমি কিছু কাজ করেছি বলতে পেরে ভালো লাগবে৷  আমি ডিএমকে বলেছি, ওঁর মাকে বিধবা ভাতা চালু করে দিতে৷ আর মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা মন্ত্রীর তিনটে করে চাকরিতে কোটা থাকে৷ তিনটে গ্রুপ ডি’র চাকরি তারা পান৷ ওই কোটা থেকে চাকরি হবে৷ আমি নির্দেশ দিয়ে দিয়েছি৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চিনি না জানি না, সে একটা বিপদে পড়েছে৷ এরকম অনেক পরিবার আমরা দেখি৷ আমার মনে হয়েছে কেনটা ডিজার্ভ করে, যেখানে যতটা পারি, ততটা করি৷ আমি করলে আপনার চেষ্টা করবেন না কেন? আপনিও একটু করে দেখুন৷ এভাবে সবাই মিলে করে দেখুন, তৃপ্তি পাবেন৷’’

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যদি অচেনা মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে কেন স্কুল সার্ভিস কমিশনে সফল চাকরিপ্রার্থীদের জন্য সরকার নিয়োগের ব্যবস্থা করছে না? কেন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ থকমে রয়েছে বছরের পর বছর? ২০১৫ সালের পর থেকে কেন  প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন জমা নেওয়ার পরও এখনও পর্যন্ত কেন নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করতে পারল না রাজ্য? সফল চাকরিপ্রার্থীদের নিয়োগে কেন এত দেরি? কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হলেও কেন এত দুর্নীতির অভিযোগ উঠছে? সফল হওয়ার পর চাকরি না পাওয়ায় ফলে, চাকরিপ্রার্থীদের জীবনের মূল্যবান সময় ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? এই বিষয়ে কি মুখ্যমন্ত্রী নজর দেবেন? প্রশ্ন সাধারণ চাকরিপ্রার্থীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =