মোটা বেতনে চাকরির প্রস্তাব পেলেন IIM কলকাতার ৪৩৯ পড়ুয়া

মোটা বেতনে চাকরির প্রস্তাব পেলেন IIM কলকাতার ৪৩৯ পড়ুয়া

0c918c050412e51a039ad047d71a94a8

কলকাতা: চাকরির বাজারে মন্দা৷ লাফিয়ে বাড়ছে বেকারত্ব৷ আর তার মাধ্যে রেকর্ড সংখ্যায় প্লেসমেন্ট দিয়ে নজির গড়ল জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট৷ বা IIM কলকাতা৷

২০২০ সালে চূড়ান্ত বর্ষের ৪৩৯ জন পড়ুয়ার জন্য ৪৯২টি চাকরির প্রস্তাব এসেছে৷ পড়ুয়াদের গড় বেতন বার্ষিক প্রায় ২৮ লক্ষ টাকা৷ ৪৩৯ জন পড়ুয়ার মধ্যে ৪৩ জনের গড় বেতন প্রস্তাব দেওয়া হয়েছে বার্ষিক ৫৫ লক্ষ টাকা৷ সেরা ১০৯ জন পড়ুয়াকে গড়ে বার্ষিক ৪২ লক্ষ টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে৷  IIM কলকাতার পড়ুয়ারা বস্টন কনসাল্টিং গ্রুপ, ম্যাকিনজে অ্যান্ড কোং মতো একাধিক সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছেন৷ এছাড়া জেনারেল ম্যানেজমেন্ট, সেলস ও মার্কেটিং বিভাবে ৩০ শতাংশ পড়ুয়াকে মোটা বেতনে চাকরির  প্রস্তাব দেওয়া হয়েছে৷

রেকর্ড হারে প্লেসমেন্টের সুযোগ গড়ে ওঠায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত IIM কলকাতা কর্তৃপক্ষ৷ ওই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, একাধিক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ায় এই সাফল্য পাওয়া গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *