দেশে বেকারত্বের হার কত? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কেন্দ্রের

দেশে বেকারত্বের হার কত? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত করতে ব্যর্থ কেন্দ্র, এতদিন এটাই ছিল বিরোধীদের প্রধান অভিযোগ৷ কিন্তু, এমন অভিযোগ যে অমূলক নয় নয়, তা কার্যক মেনে দেশের বেকারত্ব সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট তুলে ধরল কেন্দ্র৷

রাজ্যসভায় রিপোর্ট পেশ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০১৭-২০১৮ সালের নিরিখে দেশে বেকারত্বের হার মাত্র ৬.১ শতাংশ৷ কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, সকারের পক্ষ থেকে বর্তমানে একটি সমীক্ষা রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে৷ যা পূর্ববর্তী বছরে প্রস্তুতকৃত রিপোর্টগুলির থেকে একেবারেই আলাদা৷ নতুন এই রিপোর্টে দেখা যাচ্ছে, শ্রমিকদের কাজে যোগদানের হার দেশের বেকারত্বের হারের থেকে বেশ কয়েক গুন বেশি৷ বর্তমান সময়ে শ্রমমন্ত্রক পরিচালিত কার্যাবলী প্রসঙ্গে লোকসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় মন্ত্রী৷ শুধু তাই নয়, এদিন তিনি আরও জানালেন, পূর্ববর্তী সমীক্ষার স্যাম্পেলের আকার অত্যন্ত অল্প হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে৷

সেন্টার ফর মনিটারিং ইণ্ডিয়ান ইকোনমি বা সিএমআইআইয়ের সমীক্ষা বলছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা৷ ২০১৯ সালের শেষ চার মাসে বৃদ্ধি পেয়ে ৭.৫% হয়েছে৷ বিগত বছর গুলির মধ্যে ২০১৮ সালে কেন্দ্রের জাতীয় পরিসংখ্যান দফতর প্রকাশিত বেকারত্বের হার ছিল ৬.২%৷ যা ছিল স্বাধীনতার পরবর্তীতে সেই সময় অবধি সর্বাধিক সংখ্যক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *