পূর্ব রেলে ২৭৯২ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ

পূর্ব রেলে ২৭৯২ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ

কলকাতা: বিভিন্ন ট্রেডে ২৭৯২ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে পূর্ব রেল৷ অ্যাপ্রেন্টিসেশিপ রুলস অনুযায়ী হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, মালদহ ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া, জামালপুরে ট্রেনিং দেওয়া হবে৷ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্যাল-সহ বিভিন্ন ট্রেডে৷

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতল পাস হতে হবে৷ সেই সঙ্গে সংশ্লিষ্ট এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ওয়েল্ডার, লাইন ম্যান, ওয়াম্যান, কার্পেন্টার ও পেইন্টার ট্রেডের ক্ষেত্রে ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করা যাবে৷ বয়স হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷

প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অনলাইনে আবেদন করতে হবে৷ rrcer.com এই ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকে ১৩ মার্চ পর্যন্ত আবেদন পাঠানো যাবে৷ প্রার্থীর চালু ইমেইল আইডি থাকতে হবে৷ মনে রাখবেন, অনলাইনে দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীরঙিন ছবি, স্বাক্ষর, বা হাতের আঙ্গুলের ছাপ, পিডিএফ ফরম্যাটে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ ও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে৷

অনলাইনে আবেদন করার জন্য ১০০ টাকা দিতে হবে৷ তপশিলি,মহিলা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ফি দিতে হবে না৷ নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে টাকা মেটানো যাবে৷ অনলাইনে আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট আউট করে নেবেন৷ এগুলি কোথাও পাঠাতে হবে না৷ নিজের কাছে রেখে দেবেন৷ পরে প্রয়োজন হবে৷ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *