একাধিক শূন্যপদে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ, পরীক্ষা বৃহস্পতিবার

কম্পিউটার ইন্সট্রাক্টর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২০ এই দুদিন, বেলা ১২টা থেকে।

বহরমপুর: মুর্শিদাবাদ জেলার একাধিক অঞ্চলে ৮০টিরও বেশি কম্পিউটার ইন্সট্রাক্টর পদে নিয়োগ হবে 'একস্ট্রা মার্কস' নামের বেসরকারি সংস্থার মাধ্যমে৷ শিক্ষাগত যোগ্যতা- বিসিএ/ ডিওইএসিসি এ- লেভেল/ সরকারি বা সম সরকারি ইনস্টিটিউট থেকে আইটি ডিপ্লোমা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।  

অভিজ্ঞতা: আইটি সংস্থা বা আইটি প্রশিক্ষক হিসেবে নূন্যতম ১ অথবা ২ বছরের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় বসতে হবে৷ লিখিত পরীক্ষায উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষাযর জন্য ডাকা হবে৷ পরীক্ষা নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি ২০২০৷ পরীক্ষা গ্রহণের সময় – বেলা ১২টা থেকে৷

পরীক্ষা কেন্দ্র -বিষ্ণুপুর গার্লস হাই স্কুল (উচ্চ মাধ্যমিক), পোঃ -কাশিমবাজার, জেলা -মুর্শিদাবাদ, পিন -৭৪২১০২৷  কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে হবে- সংস্থায়৷ যেহেতু বেসরকারি সংস্থা নিয়োগ করবে, আবেদন করার আগে সংস্থাটির বিষয়ে বিস্তারিত জেনে, শর্ত বুঝে আবেদন করতে পারেন৷ কী শর্তে ওই সংস্থা নিয়োগ করবে, প্রার্থীদের তা বিস্তারিত জেনে নেওয়া জরুরি ( ietsict-careers.com)৷ আজ বিকেল ডট কম শুধু কর্মী নিয়োগে সংক্রান্ত খবর প্রকাশ করেছে৷ নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে, সংস্থার কাজের শর্ত প্রার্থীকে অবশ্যই জেনে দিতে আর্জি জানাচ্ছে আজ বিকেল ডট কম৷   

রাজ্য সরকারের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে বিভিন্ন সংস্থা মারফত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়৷  কিছুদিনের মধ্যেই রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য চুক্তির ভিত্তিতে অন্ততপক্ষে ২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *