লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি PSC-র

লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি PSC-র

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কলেজগুলিতে একাধিক শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে  পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন৷

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন৷ মোট ৩টি পর্যায়ের পরীক্ষা হবে৷ প্রথম পর্যায়ে MCQ পর্বে পরীক্ষা হবে৷ পূর্ণমান ১০০ নম্বর৷ মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে৷ প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর৷ প্রতি ৩টি ভূল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে৷ এই পর্বের পরীক্ষার মোট নম্বরের ৮০ শতাংশ প্রশ্ন থাকবে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত, ১০ শতাংশ সাধারণ ইংরাজি এবং অবশিষ্ট ১০ শতাংশ গণিত ও রিজিনিং সংক্রান্ত৷ প্রথম পর্বের পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট৷ এছাড়াও এই পরীক্ষা সংক্রান্ত যে কোনও তথ্য বিশদে জানতে পাব্লিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে চোখ রাখতে হবে৷ বিস্তারিত দেখুন https://www.pscwbonline.gov.in/docs/2741122 এই লিঙ্কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =