দেবভূমে প্রকৃতির কোলে মোদী, পার্বতী কুণ্ডে করলেন ধ্যানও

দেবভূমে প্রকৃতির কোলে মোদী, পার্বতী কুণ্ডে করলেন ধ্যানও

pm modi

নয়াদিল্লি: উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি কয়েকটি জনসভাতে যোগ দেওয়ার কথা রয়েছে ‘নমো’র। তবে তার আগে তাঁকে দেখা গেল পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে। সেখানে পুজো দিলেন তিনি এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে ছবিও তুললেন। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গিয়েছে।

পিথোরাগড়ের পার্বতী কুণ্ডের যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে তাতে অভিনব পোশাকে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। এমনকি এও দেখা গিয়েছে, পার্বতী কুণ্ড হ্রদের ধারে প্রণাম এবং ধ্যান মুদ্রায় তিনি। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে দেবতার আরতিও করছেন তিনি, আবার মন্দির চত্বর প্রদক্ষিণ করতেও দেখা গিয়েছে তাঁকে। এই পার্বতী কুণ্ড ছাড়াও পিথোরাগড়ের গুঞ্জি গ্রামে এবং আলমোড়া জেলার জগেশ্বর ধামে যাওয়ার কথা তাঁর। 

p

এই সফরের আগেই মোদী সরকারের তরফে জানানো হয়েছিল, উত্তরাখণ্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হবে। খোদ প্রধানমন্ত্রী জানান, দেবভুমের মানুষের কল্যাণ এবং রাজ্যের দ্রুত উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাঁর সরকার।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seventeen =