গ্রাজুয়েট শিক্ষকদের বড় জয়! পে-কমিশনকে নয়া নির্দেশ হাইকোর্টের

গ্রাজুয়েট শিক্ষকদের বড় জয়! পে-কমিশনকে নয়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা: টানা ধর্না, অবস্থান-বিক্ষোভ, লড়াইয়ের পর পর অবশেষে কলকাতা হাইকোর্ট বড়সড় জয় পেলেন বাংলার কয়েক হাজার গ্রাজুয়েট শিক্ষক৷ আদালত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ গিয়েছে গ্রাজুয়েট শিক্ষকদের পক্ষে৷

আজ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে বেতন কমিশনকে গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়ে সমস্ত রিকমেন্ডেশন আদালতে পেশ করতে হবে৷ একই সঙ্গে ডিভিশন বেঞ্চ এই মামলাটির শুনানি চালিয়ে যাবে৷

টিজিটি স্কেল সংক্রান্ত কলকাতা হাইকোর্টে নির্দেশ কার্যকর না করা অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার’স অ্যাসোসিয়েশন৷ পরে রাজ্যের তরফে মামলা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে৷ রাজ্যের তরফে জানানো হয়, মেম্বার সেক্রেটারির পরিবর্তে বেতন কমিশনের চেয়ারম্যানকে গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হোক৷ বিরোধীতা করেন মামলাকারীরা৷ সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, আগামী দু’সপ্তাহের মধ্যে বেতন কমিশনের চেয়ারম্যানকে আদালতে সমস্ত রিকমেন্ডেশন জমা দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 19 =