বেকারদের দু’লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল পেনশন ভাতা

বেকারদের দু’লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল পেনশন ভাতা

কলকাতা: বাংলার বেকারত্ব কমাতে এবার স্বনির্ভরতার বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেকার যুবক-যুবতীদের ব্যবসা করার জন্য এবার সরকারিভাবে আর্থিক অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জয়বাংলা প্রকল্প সহ পেনশন মূল্য বাড়ানোর ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মালদহের কালিয়াগঞ্জ থেকে বেকার যুবক-যুবতীদের তিন বছরের কয়েক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷

সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতিবছর ১ লক্ষ ছেলে মেয়েকে আমরা দু’লক্ষ টাকা পর্যন্ত দেব৷ তাঁরা যাতে ব্যবসা করতে পারে৷ তাঁরা যাতে ব্যবসা করতে উদ্যোগী হয়৷ তাহলে আমরা তাঁদের কর্মসাথী প্রকল্পের মাধ্যমে সাহায্য করব৷ যারা এই প্রকল্পে আগ্রহী, তারা সরাসরি জেলা শাসকের কাছে, ডিআইসিও’র কাছে আবেদন করবেন৷ অথবা বিডিওর কাছে দেবেন৷ তাঁরা পৌঁছে দেবে৷ পুলিশের কাছে দেবেন, পুলিশ পৌঁছে দেবে৷ ৩ বছরে ৩ লক্ষ ছেলে-মেয়েকে আমরা ব্যবসায় বিশেষভাবে সাহায্য করব৷’’

পেশন ভাতা বৃদ্ধির পাশাপাশি আজ জয় বাংলা নামে নতুন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘জয়বাংলা নামে একটি নতুন প্রকল্প তৈরি করেছি৷ এটা আমাদের বাংলার গর্ব৷ এটা আমাদের বাংলার গরিব মানুষের সম্মান৷ এটা খেটে খাওয়া মানুষের মন প্রাণ৷ সেই জয় বাংলা৷ ভালো করে শুনুন, আজ থেকে শুরু হল৷ জয় বাংলার অধীনে যারা তপশিলি ভাইবোনেরা আছেন, ৬০ বছর বয়স হয়েছে, কোনও পেনশন পান না, মাসের ১ তারিখে ১ হাজার টাকা করে পেনশন পাবেন৷ সমস্ত তফশিলি পরিবার পরিবার এটা পাবেন৷ আদিবাসীরা পেনশন পাবেন৷ জয় জোহার প্রকল্পের মাধ্যমে৷ আপনারও ১ হাজার টাকা করে পাবেন৷’’

এছাড়া মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘বিধবা ভাতা পান, অনেকে আবার ৬০০ টাকা করে৷ কেউ কেউ আবার সাড়ে ৬০০ টাকা পান৷ কেউ ৭০০ টাকা পান৷ আমি তাঁদের রাজ্যসরকারের তরফে বলছি, ৬০০-৭০০ টাকা পেতেন যাঁরা, তাদেরটাও ১ হাজার টাকা করে দিলাম৷ আজ থেকে অর্থাৎ এক হাজার টাকা করে পেয়ে গেলেন৷ এর জন্য এক হাজার কোটি টাকা খরচ হবে৷ লোকশিল্পী থেকে শুরু করে সবাই এক হাজার টাকা করে পেয়ে গেল৷ এই প্রকল্প পেতে কারও কাছে যাওয়া দরকার নেই৷ শুধু বিডিও অফিসে গিয়ে আবেদন করবেন৷ আমরাও আমাদের রিপোর্টের ওপর ভিত্তি করে এই সুবিধা পাওয়া পৌঁছে দেবো৷ অনেক সময় আপনারা ৩ মাসে একবার করে পেনশন পেতেন৷ কিন্তু আমরা ঠিক করেছি প্রত্যেক মাসে ১ তারিখে আপনারা বেতন পেয়ে যাবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *