অপারেশন অজয় ২.০: আরও ২৩৫ জন ভারতীয় ফিরছেন ইজরায়েল থেকে

অপারেশন অজয় ২.০: আরও ২৩৫ জন ভারতীয় ফিরছেন ইজরায়েল থেকে

oparation ajay

নয়াদিল্লি: ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে আটকে পড়েছেন বহু ভারতীয়। প্রাথমিক হিসেব অনুযায়ী, বিভিন্ন কাজের সূত্রে শুধু ইজরায়েলে থাকেন প্রায় ১৮ হাজার ভারতীয়। তাদের মধ্যে কেউ ছাত্র, কেউ গবেষক বা কেউ চাকরি করেন। যুদ্ধ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই দেশের নাগরিকদের ঘরে ফেরাতে তৎপর হয়েছে ভারত সরকার। এর জন্য শুরু হওয়া ‘অপারেশন অজয়’-এ ইতিমধ্যেই প্রথম ধাপে ২১২ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরেছে ভারতের বিমান। দ্বিতীয় ধাপে ফেরানো হল ২৩৫ জনকে। 

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার রাতেই ভারতের উদ্দেশ্যে দ্বিতীয় বিমান উড়েছে ইজরায়েলের তেল আভিভ থেকে। তাতে ২৩৫ জন যাত্রী ছিলেন, ২ শিশু সহ। এই দ্বিতীয় বিমানের কথা জানিয়ে এক্স মাধ্যমে ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, ‘অপারেশন অজয়’ এখনও জারি রয়েছে। ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে দেশে ফেরানো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশে আটকে পড়া ভারতীয়দের। প্রসঙ্গত, বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা নাগাদ, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ‘অপারেশন অজয়ে’র প্রথম বিমান।

জানানো হয়েছে, ইজরায়েল থেকে যাঁরা দেশে ফিরছেন, তাঁদের বিমানের ভাড়া মেটাতে হবে না৷ ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জানানো হয়েছিল, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। সেই মোতাবেক দুই দফায় মোট ৪৪৭ জনকে দেশে ফেরানো হল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *