মাদ্রাসা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা নবান্নের, জারি বিজ্ঞপ্তি

মাদ্রাসা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা নবান্নের, জারি বিজ্ঞপ্তি

d2d5bd5d836bfc0953a13c0f10bb5338

 

কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করল নবান্ন৷ বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে আজ মাদ্রাসা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে৷

মাদ্রাসা স্কুলগুলির মুখ্য সম্প্রসারক-সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি স্টাফদের বেতন বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের মাইনরিটি অ্যাফেসার্স এবং মাদ্রাসা এডুকেশন দফতরের নজরে ছিল৷ শুক্রবার মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (সিনিয়র মাদ্রাসা) এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক পদের কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ০১.০৪.২০১৯ থেকে এই বেতনক্রম কার্যকর হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷

e8f2dc01624b8bc565e3e569d74c4072

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছে, ‘‘দীর্ঘ ৮ বছর পরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলনের ফলে অবশেষে আজ মাদ্রাসা এসএসকে/এমএসকে শিক্ষকদের বেতনবৃদ্ধির অর্ডার প্রকাশিত হল৷ আন্দোলনের ফলে জীবনের প্রথমবার বোনাস পেয়েছেন শিক্ষকরা৷ কিন্তু আবার বিজ্ঞপ্তি দিয়ে সরকার প্রতারণা করল৷ পঞ্চায়েতের অধীনস্ত শিক্ষকদের গত ১৮ অক্টোবর বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ হয়৷ এক্ষেত্রেও গত পয়লা এপ্রিল ২০১৯ থেকে এরিয়া সহ বেতন তারা পেয়েছেন৷ সমহারে বেতনবৃদ্ধির কথা থাকলে ও পাশ স্নাতক ডিগ্রিধারী শিক্ষকদের পঞ্চায়েতের ক্ষেত্রে ১৩০০০ হল৷ আর মাদ্রাসার ক্ষেত্রে ১২০০০ হল৷ এই বৈষম্য দূর করার প্রয়োজন৷ এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব আমরা৷ আগামি এপ্রিল মাস থেকে আবার ও নির্দিষ্ট বেতন কাঠামো, সমকাজে সমবেতন, পেনশন সহ অন্যান্যদাবিতে ধর্না কর্মসুচি রয়েছে৷ আন্দোলন করে দাবি আদায় করব আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *