কলকাতা: প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর৷ এবার উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মতো নিজের জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ আজ বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে নিজের জেলায় বদলির সুযোগ পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ জেলার স্কুলে সুযোগ থাকলে প্রাথমিক শিক্ষকরা কাছাকাছি বিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাবেন৷ হাইস্কুল শিক্ষকদের মতো প্রাথমিক শিক্ষকদের বদলির সুপারিশ রাজ্য সরকার অনুমোদন দিয়েছে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ প্রাথমিক শিক্ষকদের নিজের জেলায় বদলির সুযোগ দেওয়ার জন্য আবেদন প্রয়োজন নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ জেলায় বদলি বিষয়টি বিবেচনা করবে শিক্ষাদপ্তর৷ সরকারের বিবেচনার ভিত্তিতে এই সুযোগ পাওয়া যাবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
এর আগে মুখ্যমন্ত্রী হাইস্কুল শিক্ষকদের নিজের জেলায় বদলির কথা ঘোষণা করেন৷ মন্ত্রিসভা সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাথমিক শিক্ষকরা৷ তবে, সরকারের বিবেচনার ভিত্তিতে নিজের জেলায় বদলির সুযোগ দেওয়া ঘোষণা ঘিরে শিক্ষক মহলে তৈরি হয়েছে চর্চা৷ সরকারের বিবেচনার ভিত্তিতে বদলি ঘোষণা কি সরকারের প্রতি প্রাথমিক শিক্ষকদের আনুগত্য বাড়ানোর কৌশল? প্রশ্ন শিক্ষকদের একাংশের৷