সপ্তাহে ৬ দিন করতেই হবে কাজ, কর্মচারীদের চরম বার্তা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

সপ্তাহে ৬ দিন করতেই হবে কাজ, কর্মচারীদের চরম বার্তা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

cacd651344aaf181e75d35fb84c4f5d5

গ্যাংটক: সিকিমের মসনদে বসার পরই সরকারি কর্মীদের বিশেষ উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং৷ বলেছিলেন, সপ্তাহে পাঁচ দিন কাজ আর বাকি দু’দিন ছুটি উপভোগ করবেন কর্মীরা৷ নয়া নিয়মে সে রাজ্যের সরকারি কর্মীরা বেশ সুখেই ছিলেন৷ কিন্তু বিধি বাম৷ তাঁদের কাজে না-খুশ প্রেম সিং৷ তাই ফিরিয়ে নিলেন উপহার৷ চালু করলেন সপ্তাহে ৬ দিন কাজের পুরনো নিয়ম৷

২০১৯-এর ২৮ মে থেকে সপ্তাহে পাঁচ দিনের কাজের নিয়ম উপভোগ করছিলেন সরকারি কর্মীরা। কিন্তু তাঁদের কাজে মোটেই সন্তুষ্ট নয় সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার৷ এত ছুটি সত্ত্বেও কাজের গতি উর্দ্ধমুখী হয়নি৷ আর এতেই চটেছেন প্রেম সিং৷ সেই কারণেই কাজে গতি আনতে শনিবার ছুটির সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে৷ তবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি দেওয়া হবে৷  সিকিমের মুখ্যসচিব এসসি গুপ্ত জানিয়েছেন, নতুন অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে সপ্তাহে ৬ দিন কাজের নিয়ম৷

প্রেম সিং ক্ষমতায় আসার আগে অবশ্য সিকিমে কর্মদিবস ছিল সপ্তাহে ছ’দিন। কিন্তু গত বছর মে মাসে প্রেম সিং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কর্মীদের সুবিধার কথা ভেবে তিনি সপ্তাহে পাঁচ দিন কাজের কথা ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *