ইজরায়েল-লেবানন সীমান্তে উত্তাপ বাড়ছে, চিন্তা ৯০০ ভারতীয় সেনাকে নিয়ে

ইজরায়েল-লেবানন সীমান্তে উত্তাপ বাড়ছে, চিন্তা ৯০০ ভারতীয় সেনাকে নিয়ে

900 indian army

নয়াদিল্লি: হামাস বাহিনীর বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধং-দেহি মনোভাব নিয়ে চলছে ইজরায়েল। দুই পক্ষের সংঘাতে ইতিমধ্যেই ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আকাশপথ তো ছিলই, দ্রুত স্থলপথে গাজায় ঢুকে আক্রমণ চালাবে ইজরায়েল বলে খবর। অন্যদিকে আবার হামাস বাহিনীর পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে আগেই হুমকি দিয়ে রেখেছে লেবাননের জঙ্গি গোষ্ঠী। ইতিমধ্যে সে দিক থেকেও চাপ আসতে শুরু করেছে। এই অবস্থায় ইজরায়েল-লেবানন সীমান্ত নিয়ে ভারতের চাপও বাড়ছে। কারণ ওই সীমান্তে ৯০০ ভারতীয় জওয়ান মোতায়েন আছে। 

১৯৭৮ সাল থেকে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন সেনা হিসেবে ইজরায়েল-লেবানন সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন থাকে। তাদের মূল কাজ, দুই দেশের সংঘাত আটকানো। তবে আপাতত যা খবর, তাতে সীমান্তের যে জায়গায় ভারতীয় সেনা আছে, সেখান থেকেই ইজরায়েল ও হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর সংঘাত শুরু হয়েছে। ফলে দুই দেশের সংঘাতে সহজভাবেই ভারতীয় সেনারা আক্রমণের মধ্যে পড়ে যেতে পারে বলে প্রবল আশঙ্কা। বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৪ হাজারের বেশি জওয়ান শহিদ হয়েছেন। তাদের মধ্যে ১০০-র বেশি ভারতীয় জওয়ানও আছেন। তাই নয়াদিল্লি এখন ইজরায়েল-লেবানন সীমান্ত নিয়ে উদ্বেগে। 

গত ৭ অক্টোবর সূর্যের আলো ফোটার আগেই ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস বাহিনী। প্রাণ হারায় ১ হাজার ৩০০ ইজরায়েলি। হামাস যে বেপরোয়া আক্রমণ হানতে চলেছে সে সম্পর্কে ইজরায়েলের বিখ্যাত গুপ্তচর সংস্থাগুলি ঘুণাক্ষরেও টের পায়নি৷ তাই প্রশ্নের মুখে পড়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =