কলকাতা: লাফিয়ে বাড়ছে দেশের বেকারত্ব৷ খুব একটা পিছিয়ে নেই বাংলা৷ সরকারি চাকরির বাজারে আকাল রুখতে বিকল্প কর্মসংস্থানের উপর দিনে দিনে বাড়ছে গুরুত্ব৷ সরাসরি সরকারি চাকরি দেওয়ার পরিবর্তে এবার বিকল্প কর্মসংস্থানে উৎসাহিত করতে বিল আনছে রাজ্য সরকার৷
জানা গিয়েছে, অ্যাপ নির্ভর অনলাইন শপিং ও অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়দের স্বার্থ রক্ষায় আইনে বদল করতে চলেছে রাজ্য সরকার৷ আইন বদল করে এবার ডেলিভারি বয়দের বাইক, বাইক ট্যাক্সির মর্যাদা দিতে চাইছে রাজ্য সরকার৷ কনট্র্যাক্ট ক্যারেজের বিধি অনুযায়ী এখন থেকে তাঁরা যাত্রী বহন করতে পারবেন৷ পাবেন বাইক ট্যাক্সির মর্যাদা৷ একই সঙ্গে বাইক ট্যাক্সির বার্ষিক মোটর ভেহিকল করও বেশ খানিকটা কমিয়ে আনার হতে পারে বলেও খবর৷ বিধানসভার আসন্ন অধিবেশনেই এই মর্মে বিল আনছে সরকার৷
সূত্রের খবর, নয়া প্রস্তাবে, বাইক ট্যাক্সিকে ৭৮০ টাকার মধ্যে সর্বোচ্চ কর দিতে হবে৷ বেকার যুবকদের এই কাজে উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় আইন সংশোধন করছে বলে জানা গিয়েছে৷ শুক্রবার শুরু হচ্ছে বর্ধিত বাজেট অধিবেশন৷ আগামী ২০ তারিখ পর্যন্ত অধিবেশনের আলোচ্যসূচি নির্দিষ্ট হয়েছে৷ আলোচনায় থাকবে উচ্চ ও স্কুল শিক্ষা, পুর ও নগরোন্নয়ন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলির বাজেট প্রসঙ্গ৷