উচ্চ প্রাথমিকে নিয়োগ কবে? অনশন, বিক্ষোভে বসলেন বহু চাকরিপ্রার্থী

উচ্চ প্রাথমিকে নিয়োগ কবে? অনশন, বিক্ষোভে বসলেন বহু চাকরিপ্রার্থী

64130a88cd2fa440589351e099ac427c

কলকাতা: একের পর এক দুর্নীতি, মামলার গেরোয় থমকে উচ্চ প্রাথমিকে নিয়োগ৷ দীর্ঘদিন ধরে মামলার সওয়াল-জবাব চললেও থমকে রায়দান পর্ব৷ মামলার দীর্ঘসূত্রিতার কারণে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে রাজ্যের কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ অবিলম্বে থমকে থাকা নিয়োগ চালু করার দাবিতে এবার কলকাতা প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়লেন উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থী। দিলেন অনশনের হুঁশিয়ারি৷

জানা গিয়েছে, আজ কলকাতা হাইকোর্টে ৩৯ নম্বর কোটে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ আজ ওই মামলা আরও এক দফায় পিছিয়ে গিয়েছে৷ আগামী ২০ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷   মামলার শুনানির দিন খন পিছিয়ে যেতেই  চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা প্রেস ক্লাবের সামনে ইঠাৎ ধর্নায় বসে পড়েন৷ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন  চাকরিপ্রার্থীদের একাংশ৷ মামলার জট কাটিয়ে নিয়োগ না হলে অনশনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷

২০১৫ সালের ১৬ আগস্ট উচ্চ প্রাথমিকের পরীক্ষা নেওয়া হয়৷ ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন৷ ২০১৮ সালে চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা৷ লড়াই আন্দোলন মালার পর হাইকোর্টের নির্দেশ গতবছর ৪ অক্টোবর মেধা তালিকা প্রকাশ করে কমিশন৷ কিন্তু তাতে ভুল! সেই নিয়ে চলছে মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *