এবার করোনার কোপে চাকরি! কাজ হারাতে পারেন ৫ কোটি

এবার করোনার কোপে চাকরি! কাজ হারাতে পারেন ৫ কোটি

নয়াদিল্লি: করোনা আতঙ্কে সংকটে পর্যটন শিল্প৷ কয়েক দিনের মধ্যে ভয়াবহ ভাবে ব্যবসা হারিয়ে মাথায় হাত পড়েছে আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের। সংকটের মুখে পাঁচ কোটি কর্মসংস্থান৷ বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা৷ সংক্রমণের জেরে বাতিল করা হয়েছে কয়েকশো বিমান৷ বন্দরে থমকে রয়েছে অসংখ্য জাহাজ৷ যার প্রভাব সরাসরি পড়ছে পর্যটন শিল্পে৷

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে বিশ্বে প্রায় ২৫ শতাংশ কম বিমান আকাশে উড়বে৷ ফলে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব পর্যটন শিল্প৷ বিভিন্ন দেশে ভ্রমণ বাতিল করা হয়েছে৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভার্জিনিয়া মেসিনা বলেন, ‘‘উপার্জন ছাড়া পর্যটন সংস্থাগুলি কী ভাবে চলবে, সেটা সত্যিই ভাববার বিষয়৷ সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্বের প্রায় ১৬ শতাংশ কর্মসংস্থান৷’’ মাথায় হাত পড়েছে জাহাজ সংস্থাগুলির৷ অধিকাংশ দেশেই তাঁদের বন্দরগুলিতে তালা ঝুলিয়েছে৷ তবে সংকট কাটিয়ে খুব শীঘ্রই পর্যটন সংস্থাগুলি উঠে দাঁড়াবে বলে আশাবাদী মেসিনা৷

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিন ও ইতালি৷ ইতালির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে অধিকাংশ দেশ৷ পর্যটননগরী ভ্যানিস এখন প্রায় জনশূন্য৷ ধ্বস নেমেছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন সহ বিশ্বের অধিকাংশ দেশের পর্যটন শিল্পে৷ চীনের বিমান যাত্রীদের সংখ্যা কমেছে প্রায় ৮৫ শতাংশ। প্রতিনিয়ত নতুন নতুন ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন বিমান সংস্থাগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =