করোনা কোপে বাতিল PSC-র সমস্ত নিয়োগ প্রক্রিয়া, জারি বিজ্ঞপ্তি

করোনা কোপে বাতিল PSC-র সমস্ত নিয়োগ প্রক্রিয়া, জারি বিজ্ঞপ্তি

8412465e178d46dabc9df06515c54dd0

কলকাতা: করোনা পরিস্থিতি রুখতে ইতিমধ্যেই বাতিল হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত নিয়োগ পরীক্ষা৷ এবার বাংলাজুড়ে লকডাউন ঘোষণার পর এবার যাবতীয় ইন্টারভিউ ও নিয়োগ ফলপ্রকাশের কাজ স্থগিত রাখার ঘোষণা কমিশনের৷

বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ইন্টারভিউ ও নিয়োগ ফলপ্রকাশ প্রকাশ স্থগিত রাখা হবে৷ ইতিমধ্যেই আগামী ৫ এপ্রিল পর্যন্ত পূর্বনির্ধারিত সমস্ত লিখিত পরীক্ষা বাতিল করেছে কমিশন৷ নবান্নের তরফে সবুজ সঙ্কেত মেলার পর বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি৷

বাংলার প্রথম শ্রেণির একটি দৈনিক সংবাদপত্রে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, আগেই আমরা লিখিত পরীক্ষা বাতিল করেছি৷ মরামারীর পরিস্থিতির মধ্যেও অফিস চালু রেখে নির্ধারিত ফলপ্রকাশ ও ইন্টারভিউ যথাসময়ে করার পরিকল্পনা করা হয়৷ কিন্তু, সতর্কতামূলক পরিস্থিতিতে সমস্ত সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যতর হওয়ায় পিএসসি যাবতীয় কাজকর্ম আপাতত আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখছে৷ কবে, নিয়োগ প্রক্রিয়াগুলি ফের শুরু হবে, তা পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *