নয়াদিল্লি: করোনা অজুহাতে কোনও ভাবেই বেসরকারি কর্মীর বেতন কাটা যাবে না৷ চুক্তিভিত্তিক কর্মীদের কথা অবশ্যই মাথায় রাখতে হবে৷ করোনার জেরে কোনও কর্মী যদি কাজে যোগ দিতে না পারেন, তাহলেও ওই কর্মীর বেতন কিংবা ছাঁটাই করা চলবে না৷ এই মর্মেই এবার অ্যাডভাইজরি জারি করেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷
জানা গিয়েছে, কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই সমস্ত রাজ্যগুলির মুখ্যসচিবকে বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় শ্রম সচিব হীরালাল সামারিয়া৷ চিঠি গিয়েছে ডিপার্টমেন্ট অব পাবলিক এন্টারপ্রাইজেসের সেক্রেটারির ঠিকানায়৷ কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফকেও সতর্ক করা হয়েছে৷ ইপিএফের পেনশন প্রাপকেরা যাতে নির্ধারিত সময়ে তাঁদের প্রাপ্য পেনশনের অর্থ দ্রুত রপেয়ে যান তা নিশ্চিত করতে বলা হয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফওকে৷ ২৫ মার্চের মধ্যে প্রত্যেককে পেনশন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে৷
সংশ্লিষ্ট দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় শ্রম সচিব সাফ জানিয়েছেন, করোনার জেরে সারা বিশ্বে একটি নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ ফলে, তা রুখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত জরুরি৷ এই পরিস্থিতিতে বিনা মজুরিতে শ্রমিকদের ছুটিতে যেতে বাধ্য যাতে করা না হয়, তা নিশ্চিত করতে হবে৷ কোনওমতেই যেন কর্মী ছাঁটাই না করা হয়৷ এমনকী তাঁদের মজুরিও যাতে কমিয়ে দেওয়া না হয়৷ ক্যাজুয়াল কিংবা চুক্তিভিত্তিক কর্মীদের কথা মাথায় রাখতে হবে৷ ছুটিতে থাকা কর্মীদের পুরো বেতন দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷