মার্চের বেতন, পেনশন মিলবে তো? করোনা কোপে নগদ সঙ্কটের আশঙ্কা

মার্চের বেতন, পেনশন মিলবে তো? করোনা কোপে নগদ সঙ্কটের আশঙ্কা

কলকাতা: করোনা রুখতে সোমবার বিকেল থেকে কার্যকর হয়েছে লকডাউন৷ দেশজুড়ে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা কার্যকর হয়ে গিয়েছে৷ গোটা বাংলার বেশিরভাগ এলাকাজুড়ে জারি হয়েছে লকডাউন৷ কিন্তু, করোনা পরিস্থিতি আবশ্যিক এই পদক্ষেপ নেওয়ার জেরে সাধারণ মানুষের পকেটে নগদের জোগান কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

সোমবার পরিষেবা কিছুটা চললেও আজ থেকে বেশ খানিকটা থমকে গিয়েছে  ব্যাংক ও পোস্ট অফিসের পরিষেবা৷ গ্রাহকরাও ব্যাংক ও পোস্ট অফিসমুখীও হচ্ছেন না৷ তবে, ব্যাঙ্ক ও পোস্ট অফিসের তরফেই জানানো হয়েছে, নগদ জোগানের অভাব হওয়ার কথা নয়৷ তবে প্রশ্ন উঠছে, বাংলার বিভিন্ন বেশিরভাগ শাখা বন্ধ রয়েছে৷ এটিএমগুলিতেও টাকার জোগান কমার আশঙ্কাও তৈরি হচ্ছে৷ যদিও এবিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন আগেই জানিয়ে দিয়েছিল, ব্যাংকের শাখায় শুধুমাত্র নগদ টাকা জমা, তোলা, চেক ক্লিয়ারেন্স এবং টাকা পাঠানোর কাজ হবে৷ কিন্তু এর বাইরে অন্য কোনও পরিষেবা দেওয়া হবে না৷

কিন্তু, লকডাউন পরিস্থিতির জেরে যানবাহন না থাকলে কর্মীরা আসবেন কীভাবে? ব্যাংক কর্তৃপক্ষ যদি কর্মচারীদের আনার ব্যবস্থা করে, তা হলেও পরিষেবা চালু থাকবে৷ এই মুহূর্তে অধিকাংশ এটিএমে টাকা লোডিংয়ের ক্ষেত্রে আউটসোর্সিং করা হয়৷ সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা না এলে ব্যাংকের শাখা খোলা না থাকলে টাকা ভরা সম্ভব নয় বলেও তৈরি হয়েছে আশঙ্কা৷ তবে, ব্যাংক শাখাগুলি খোলা থাকলে তার লাগোয়া এটিএমগুলিতে টাকা থাকতে পারে৷ কিন্তু, তা কতদিন থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা৷

লকডাউন পরিস্থিতি ২৭ মার্চ পর্যন্ত চললেও গোটা দেশজুড়ে ৩১ মার্চ পর্যন্ত অচালাবস্থা পরিস্থিতি চলার কথা৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র ও রাজ্য যদি সেই সময়সীমা আরও বাড়িয়ে দেয়, তাহলে নগদ টাকার জোগানের পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ মাস পয়লার বেতন, পেনশন বিলি থেকে শুরু করে বেতন-পেনশন কীভাবে গ্রাহকরা তুলবেন, তা নিয়েও  বড়সড় প্রশ্ন উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =