father
কলকাতা: ঋণ করে সামান্য কিছু জমি কিনেছিলেন তিনি৷ সেটাই ছিল অপরাধ৷ ওই ঋণের টাকাই হয়ে ওঠে গলার কাঁটা৷ অগত্যা ঋণের টাকা শোধ করতে ছেলেকে পণ্য বানাল বাবা৷ সন্তানকে বিক্রি করতে বসলেন রাস্তায়৷ ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের৷ চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। দেখা যায়, ফুটপাথে প্ল্যাকার্ড হাতে বসে আছেন এক বাবা। সেখানে হিন্দিতে অপটু হাতে লেখা রয়েছে কিছু কথা৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘ছেলে বিক্রি আছে। আমি আমার ছেলেকে বিক্রি করে দিতে চাই।’’ এই ছবি ছড়িয়ে পড়তেই ময়দানে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি ভাইরাল৷ নেটিজেনদের প্রশ্ন, ‘অনেক দেরি হয়ে গেল নাতো?’
আলিগড়ের রাস্তায় ই-রিক্সা চালিয়ে জীবন কাটান রাজকুমার। দারিদ্রের সঙ্গে নিত্য লড়াই তাঁর। তার উপর চেপেছে ঋণের বোঝা৷ দেওয়ালে পিঠ ঠেকতেই রাজকুমার নিজের ছেলেকে বিক্রি করতে ফুটপাথে বসেন। ৫-৬ লক্ষ— যে যা দিতে পারবেন, ছেলেকে সেই দামেই বেচে দেবেন রাজকুমার। জানা গিয়েছে, ছোট্ট একটি জমি কিনতে স্থানীয় মহাজনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, ওই মহাজনের অঙ্গুলিহেলনেই জমি কেনা হয়ে ওঠেনি রাজকুমারের৷ ঋণের টাকা যায় জলে৷ এদিকে, ঋণের দায়ে দমবন্ধ অবস্থা হয়ে ওঠে তাঁর৷ এই পরিস্থিতিতে নিজের সেরা সম্বলস সন্তানকেই বিক্রি করার সিদ্ধান্ত নেন রাজকুমার৷