India
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্ব রাজনীতিতে ভীষণভাবে পড়েছে। ইজরায়েল-হামাস সংঘাত নিয়ে রাষ্ট্রপুঞ্জেও আলোচনা হয়েছে। একাধিক দেশ এই যুদ্ধের বিপক্ষে কথা বললেও, বহু দেশ আবার ইজরায়েলকে সমর্থন করেছে। ভারত অবশ্য এখানেও কিছুটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে অন্য দেশের সঙ্গে আলোচনায় যে নয়াদিল্লি নেই, এমনটা নয়। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনে এই ইস্যুতে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে দুজনের। এছাড়া দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে নিয়েও চর্চা হয়েছে। সূত্রের খবর, ইজরায়েল-হামাস সংঘাতে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং ব্রিটেন দুই দেশই। তাই যত দ্রুত সম্ভব নিরাপত্তা, শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, হামাস জঙ্গিদের হামলার পরেই ইজরায়েলকে সমর্থনের বার্তা আসে নয়াদিল্লির তরফে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে আশ্বাস দেন মোদী নিজে। তবে ভারতে শুরু হয় প্যালেস্টাইনের সমর্থনে মিছিলও।
উল্লেখ্য, এই মুহূর্তে ক্রমাগত গাজায় আক্রমণ করে চলেছে ইজরায়েল সেনা। তাদের একটাই লক্ষ্য, হামাসকে চিরতরে খতম করে। এতদিন বারংবার হামাসের একের পর এক বাঙ্কারে হামলা চালিয়েছে ইজরায়েল। ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বহু আশ্রয়স্থল। বর্তমানে গাজার ভূখণ্ডের ক্রমশ ভিতরে ঢুকে হামলা চালাচ্ছে আইডিএফ।