বর্ধিত লকডাউনে স্থগিত সেনাবাহিনীর সমস্ত নিয়োগ পরীক্ষা

বর্ধিত লকডাউনে স্থগিত সেনাবাহিনীর সমস্ত নিয়োগ পরীক্ষা

817f0c97f748dac0063a171d9e5cc3fb

নয়াদিল্লি: করোনার ধাক্কায় এবার নিয়োগ পরীক্ষা স্থগিত করল ভারতীয় সেনা৷ আগামী ২৬ এপ্রিল লখনউতে সেনাবাহিনীর পরবর্তী পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় পরীক্ষার দিন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ ৩১ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে৷৷  ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে নিট, জেইই, নেট সহ একাধিক বোর্ডের পরীক্ষাও৷ 

এদিন সেনাবাহিনীর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি থেকে ১৩টি জেলায় নিয়োগ পরীক্ষা শুরু হয়৷ আগামী ২৬ এপ্রিল এএমসি সেন্টার এবং কলেজে সেনা নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ৩১ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হল৷ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

রিক্রুটমেন্ট ব়্যালি থেকে নির্বাচিত প্রর্থীদের কমন এনট্রান্স এগজামিনেশনে (সিইই) বসতে হবে৷ তবে এখনও পর্যন্ত সিইই-র দিন ধার্য করা হয়নি৷ পরবর্তী সময়ে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে প্রার্থীদের পরীক্ষার দিন জানানো হবে৷ 

ইন্টারভিউ বোর্ডের কাছে প্রার্থীদের মেডিক্যাল ফিট সার্টিফিকেট জমা দিতে হবে৷ নির্ধারিত দিনে বোর্ডে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আবেদনপত্রে উল্লিখিত প্রতিটি পরীক্ষার শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড বা ভোটার কার্ড) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *