সরকারি কর্মচারীদের ১১ মাসে ১১ দিনের বেতন কাটার নির্দেশিকা কেন্দ্রের

সরকারি কর্মচারীদের ১১ মাসে ১১ দিনের বেতন কাটার নির্দেশিকা কেন্দ্রের

 

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে আগেই প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা এক বছরের জন্য বেতনের ৩০ শতাংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ এবার করোনা মোকাবিলায় এক মাস নয়, আগামী ১১ মাসের জন্য পিএম-কেয়ার্স ফান্ডে সরকারি কর্মীদের একদিনের বেতন জমা দেওয়ার আর্জি জানাল একাধিক মন্ত্রক৷

বিভিন্ন স্তরের মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন৷ এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের  করোনার মোকাবিলায় ত্রাণ তহবিলে নিজেদের একদিনের বেতন দান করার আবেদন জানাল বিভিন্ন মন্ত্রক৷ যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন সীতারাম ইয়েচুরির মতো বর্ষীয়াণ বাম নেতারা৷ বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকা সত্ত্বেও পৃথক তহবিল তৈরি করা হল কেন? এর আয়-ব্যায়ের হিসাব কে রাখবে? ইয়েচুরি বলেন, এত মানুষ দান করছেন৷ সরকারি কর্মীদের একদিনের বেতন কাটা হচ্ছে৷ এত টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের উচিতএই টাকা রাজ্যগুলির মধ্যে বণ্টন করে দেওয়া৷ এই সমস্যা মোকাবিলায় অর্থের প্রয়োজন রয়েছে রাজ্যগুলিরও৷   

পিএম কেয়ার্স ফান্ডে প্রায় সব দফতরের কর্মীরাই স্বেচ্ছায় এক দিনের বেতন জমা করেছেন। প্রধানমন্ত্রী নিজে এই তহবিলে অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এ বার নির্দেশিকা জারি করে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে এক দিনের বেতন এই তহবিলে জমা করার আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হল৷