দূষণের চাদর সরাতে কৃত্রিম বৃষ্টি নামানো হবে দিল্লিতে, সিদ্ধান্ত সরকারের

দূষণের চাদর সরাতে কৃত্রিম বৃষ্টি নামানো হবে দিল্লিতে, সিদ্ধান্ত সরকারের

d9eba7e1071c22d33a9b5216d760e881

কলকাতা: দিল্লির দূষণ নিয়ে উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা৷ যে ভাবে দূষণ ছড়াচ্ছে তাতে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে৷ শত চেষ্টাতেও পরিস্থিতি বাগে আনা যাচ্ছে না৷ বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ধোঁয়াশায় জেরবার দিল্লিবাসী৷ শীত এখনও আসেনি, তার আগেই এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্যের মুখ৷ কী ভাবে মিলবে এর থেকে নিস্তার? দূষণের মেঘ সরাতে এবার কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা নিলেন বিজ্ঞানীরা। তার আগে কৃত্রিম মেঘ তৈরি করতে হবে। আইআইটি কানপুরের গবেষকরা কৃত্রিম মেঘ সৃষ্টি করে অকাল বৃষ্টি নামাবেন দিল্লি ও এনসিআরে৷

কৃত্রিম বৃষ্টি কী?

কৃত্রিম মেঘ তৈরির এই পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ক্লাউড সিডিং’। যেভাবে মাটিতে ফসলের বীজ বপন করা হয়, ঠিক সে ভাবেই আকাশে মেঘের বীজ বপন করা হয়। তবে এর কৃত্রিম বৃষ্টির জন্য নির্দিষ্ট আবহাওয়ারও প্রয়োজন৷ যেমন পর্যাপ্ত আর্দ্রতা এবং উপযুক্ত বাতাস। কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে নিতে আবহাওয়ায় খানিকটা রদবদলও করা হয়। এর জন্য ড্রোনের মাধ্যমে মেঘের উপর সিলভার আইয়োডাইডের মতো রাসায়নিক অথবা ড্রাই আইস ছড়িয়ে দেন গবেষকরা৷ কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি নামাতে গবেষণায় বড় সাফল্য পেয়েছেন আইআইটি কানপুরের গবেষকরা। 

প্রতি বছরই শীতে দিল্লির দূষণ মাত্রাতিরিক্ত থাকে৷ এই বছর ধোঁয়াশা সাঙ্ঘাতিক পর্যায় পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) যথাক্রমে ৪৩৮, ৪৯১, ৪৮৬ ও ৪৭৩। এই সময় মুশলধারে বৃষ্টিই একমাত্র পারে এই ধূলিকণা ভরা দূষিত মেঘকে সরিয়ে দিতে। আর অসময়ে বৃষ্টি নামাতে পারে একমাত্র কৃত্রিম মেঘ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *