সুখবর! ৩০টি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি PSC-র, চলছে কাজ

সুখবর! ৩০টি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি PSC-র, চলছে কাজ

কলকাতা: করোনা পরিস্থিতি মিটলেই স্থগিত থাকা নিয়োগ পরীক্ষাগুলি দ্রুত নেওয়ার প্রস্তুতি শুরু করল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতির মধ্যেও গত ২০ এপ্রিল থেকে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে পিএসসি৷

পিএসসি সূত্রে খবর, করোনা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পর নবান্ন থেকে সবুজ সঙ্কেত মিললেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে৷ ইতিমধ্যেই অফিস করছেন কমিশনের চেয়ারম্যান, পদস্থকর্তা ও কর্মীদের একাংশ৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই পিএসসি’র টালিগঞ্জের অফিসে চলছে কাজ৷

করোনা জেরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০টির বেশি নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে৷ বেশ কিছু ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি৷ করোনার গ্রাসে পিএসসি’র তরফে প্রকাশ করা বছরের পরীক্ষাসূচি পুরোপুরি ভেস্তে গিয়েছে৷ ফলে, কাজের চাপ আরও দ্বিগুন হারে বেড়ে গিয়েছে কমিশনের অন্দরে৷ কবে, কীভাবে সেই পরীক্ষাগুলি নেওয়া যাবে, নিয়ে চিন্তিত কমিশন৷

এই মুহূর্তে দেশের পরিস্থিতি যা, তাতে আগামী ৩ মে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধি হবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ আদৌও ওই দিল লকডাউন পুরোপুরি উঠে যাবে কি না, তা নিয়েও থাকছে জটিলতা৷ এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, লকডাউন উঠে গেলে যাতে এই সময়ে না হওয়া পরীক্ষাগুলি নেওয়া যায়, এখন তার প্রস্তুতি নিচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =