ই-পেনশন মডিউলে বদল, জেনে নিন আপনাকে কী করতে হবে

ই-পেনশন মডিউলে বদল, জেনে নিন আপনাকে কী করতে হবে

কলকাতা: রোপা ২০১৯-এর নিয়ম অনুসারে পেনশনের ক্ষেত্রে নয়া বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল রাজ্য সরকার। এবার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ই-পেনশন মডিউলে পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। শুক্রবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পাশাপাশি যাঁরা ১ জানুয়ারি, ২০২০ তারিখের পর অবসর নিয়েছেন, তাঁদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেই বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে ই-পেনশনের ম্যানুয়্যালও। কলকাতার অন্তর্গত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্যই এই জারি হবে এই নির্দেশিকা।

রাজ্য সরকারের এই নির্দেশিকায় তিনটি ক্যাটাগরির কথা বলা হয়েছে। প্রথম বিভাগে রয়েছেন সেই সব শিক্ষকরা, যাঁরা রোপা ২০১৯-এর নিয়ম অনুসারে অবসর নিয়েছেন। আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনকারীদের ব্যক্তিগত ও যোগাযোগ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ইউজার আইডি ও পাসওয়ার্ড রয়েছে, এমন ১ জানুয়ারি, ২০১৬ তারিখ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীরা।

তাঁদের যে বিষয়গুলি আপডেট বা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে, সেগুলি হল চাকরিতে যোগদানের তারিখ, বর্তমানে যেই পদে রয়েছেন, সেই পদে যুক্ত হওয়ার তারিখ, বর্তমানে যে স্কুলে তিনি রয়েছেন, সেখানে যোগদানের তারিখ, বেতন সংক্রান্ত তথ্য ইত্যাদি। ইউজার আইডি ও পাসওয়ার্ড নেই, এমন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী, যাঁরা ১ জানুয়ারি, ২০১৬ তারিখ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখের মধ্যে অবসর নিয়েছেন। পেনশন সংক্রান্ত বিষয়ে তাঁদের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দফতর থেকেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে সরবরাহ করা হবে ইউজার আইডি, যার সাহায্যে শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =