অফিস যাবেন? আগে ডাউনলোড করুন সরকারি এই অ্যাপ, জারি নির্দেশ

অফিস যাবেন? আগে ডাউনলোড করুন সরকারি এই অ্যাপ, জারি নির্দেশ

037f74c7cb5fa2ee6a7981fde037eff3 scaled

 

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে আরোগ্য সেতু অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার৷ মহামারীর পরিস্থিতি মধ্যেও ডিএভিপির মাধ্যমে  কোটি কোটি টাকা খবর করে সংবাদপত্র, টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ সরকারি এই অ্যাপ ডাউনলোড করাতে কোটি কোটি টাকা খরচ করার পর এবার সরকারি কর্মচারীদের মোবাইলে কার্যত বাধ্যতামূলক ভাবে তা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ওই অ্যাপ সক্রিয় থাকলে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে কোনও স্থানে করোনা রোগী আছে কিনা, তা মুহূর্তেই জানিয়ে দেবে এই সরকারি অ্যাপ৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনা রোগীদের গতিবিধি নিয়ন্ত্রণে সরকারি কিংবা বেসরকারি, উভয় ক্ষেত্রের কর্মীদের এই অ্যাপ ব্যবহার করতে হবে বলেও কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে৷

শুধু নির্দেশ দিয়ে দায় ছাড়েনি কেন্দ্র৷ ওই সংস্থা ও দফতরের প্রধানকে নিশ্চিত করে জানাতে হবে, সমস্ত কর্মী আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করেছেন কি না৷ কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে কেন্দ্রের আরোগ্য সেতু সক্রিয় রাখা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে৷

কীভাবে কাজ করবে এই আরোগ্য সেতু? কীভাবে সক্রিয় রাখতে হবে? জানা গিয়েছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পর ফেনের ব্লু-টুথ ও জিপিএস চালু রাখতে হবে৷ থাকতে হবে ইন্টারনেট সংযোগ৷ তাহলেই ওই অ্যাপ জানিয়ে দেবে, আপনি এমন কোনও ব্যক্তির ধারেকাছে, যিনি করোনা আক্রান্ত৷ এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে৷ কেন্দ্রের মতে, ২০ কোটি মানুষের ফেনে এই অ্যাপ না থাকলে তার সুফল পাওয়া যাবে না৷

তবে, সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ অনেকেই প্রশ্ন তুলছেন, এই অ্যাপের মাধ্যমে সরকার ওই ব্যক্তির তথ্য সংগ্রহ করছে না, তার গ্যারান্টি কে দেবে? তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ালেও সোমবার থেকে শর্তসাপেক্ষ বেশকিছু সরকারি ও বেসরকারি অফিস খোলার কথা রয়েছে৷ সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *