many died
শ্রীনগর: ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকতে হল জম্মু ও কাশ্মীরকে। যাত্রী সহ বাস পড়ল খাদে। এই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর আসছে আপাতত। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ এখন পুরো দমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি অনেকেই বাসের ভাঙা অংশের তলায় চাপা পড়ে আছেন।
স্থানীয় সূত্রে খবর, একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বাসের চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি। ওই সময়ে বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত খবর পৌঁছে যাওয়ায় উদ্ধারকাজ তাড়াতাড়ি শুরু হয়েছে বলে কিছুটা স্বস্তি। আশা করা হচ্ছে, বাকি মানুষকে জীবিত উদ্ধার করা যাবে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে তিনি সমবেদনা জানাচ্ছেন। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এবং তার জন্য জেলা প্রশাসন এবং অন্যান্যকে নির্দেশ দেওয়া হয়েছে।