লাটে উঠল UPSC-র নিয়োগ পরীক্ষা, অনিশ্চিত ১০ পরীক্ষার্থীর ভবিষ্যৎ

লাটে উঠল UPSC-র নিয়োগ পরীক্ষা, অনিশ্চিত ১০ পরীক্ষার্থীর ভবিষ্যৎ

24ef4005b3bac2a9b37db64b8d145141

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে এবার সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)৷ পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে৷ 

মে মাসের ৩১ তারিখ সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল৷ এদিন ইউপিএসসি আধিকারিকরা জানান, ‘‘সোমবার অরবিন্দ সাক্সেনার পৌরহিত্যে কমিশনের সিনিয়র অফিসারদের বৈঠকে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ২০ মে’র পর পরীক্ষার নতুন দিনক্ষণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

ইউপিএসসি’র এক আধিকারিক বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ করেছে ইউপিএসসি৷ সারা দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ দেশজুড়ে লকডাউন চলছে৷ এই পরিস্থিতিতে এত বড় পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়৷’’ এমনকী এখনই পরবর্তী তারিখ ধার্য করাও সম্ভব নয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ ২০ মে’র পরে পরিস্থিতি খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ 

ইউপিএসসি’র অপর এক আধিকারিক বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে বেশ কিছু স্কুল-কলেজে কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে৷ তাছাড়াও এই সময় পরীক্ষা নেওয়া হলে প্রার্থীদের নির্ধারিত সেন্টারে পৌঁছতে সমস্যা হতে পারে৷ এই সকল বিষয়গুলি খতিয়ে দেখার পরই ৩১ মে সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ প্রসঙ্গত, চলতি সপ্তাহেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল কমিশনের৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না বলেও জানানো হয়েছে৷ 

ফি বছর প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এগজামিনেশনে বসেন৷ দেশের ২,৫০০টি কেন্দ্রে এই পরীক্ষা পরিচালনার জন্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মী যুক্ত থাকেন৷ অন্যদিকে, সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি ছাড়াও স্থগিত করা হয়েছে হরিয়ানা সিভিল সার্ভিসেস পরীক্ষাও৷ আগামী ৫ জুন হরিয়ানা সিভিল সার্ভিসেস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *