বিমানবন্দরে বোমাতঙ্ক, আটক কলকাতার তরুণীসহ এক

বিমানবন্দরে বোমাতঙ্ক, আটক কলকাতার তরুণীসহ এক

bomb

পানাজি: উসকে ব্যাগ মে বম হ্যায়! ব্যাস, এই একটা কথাতেই হইচই পড়ে গিয়েছিল বিমানবন্দরে। অন্যান্য যাত্রীদের অভিযোগে সঙ্গে সঙ্গে আটক করা হয় দুজনকে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে যে কার ব্যাগে বোমা আছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোয়ার বিমানবন্দরে। এর জন্য বেঙ্গালুরুগামী বিমান প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। ধৃতদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। 

বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগো বিমানে যাওয়ার জন্য যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, সেই সময় এক দম্পতি আচমকাই ব্যাগে বোমা থাকার কথা বলে। পুলিশ জেনেছে এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা তরুণী, অন্যজন মধ্যপ্রদেশের বাসিন্দা। অন্যান্য যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ব্যাগ পরীক্ষা করার সময়ই একজন হিন্দিতে বলে ওঠেন, ‘উসকে ব্যাগ মে বম হ্যায়’। ব্যস, এতেই হইচই শুরু। যদিও তারা কার ব্যগে বোমা রয়েছে, সে বিষয়টিও উল্লেখ করেননি। এখন দম্পতি মজার ছলে এই কথা বলেছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *