congress
ভোপাল: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের আবহে বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ করল কংগ্রেস। দাবি করা হয়েছে, ভোটে জেতার জন্য সাধারণ মানুষকে টাকার লোভ দেখাচ্ছে বিজেপি, নেশা করার জন্য উৎসাহ দিচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বক্তব্য, ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা এবং মদ বিলি করছে বিজেপির কর্মী, নেতারা। তাঁর এও দাবি, সেই ঘটনার বেশ কিছু ভিডিও পেয়েছেন তিনি।
কংগ্রেসের বর্ষীয়ান নেতার কথায়, রাজ্যের পুলিশ-প্রশাসন সবই গেরুয়া শিবিরের পদতলে আছে। তাই এসব ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপই নিচ্ছে না। অন্যদিকে নির্বাচনের দিন কংগ্রেস প্রার্থী তথা কমল নাথের পুত্র নকুল নাথকে বুথে ঢুকতে দেওয়া হয়নি বলেও পদ্ম শিবিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আহত হয়েছেন এক ব্যক্তি। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, রাজ্যে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কোনও জায়গায় কোনও অশান্তির খবর নেই।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখা যে অত্যন্ত কঠিন সেটা বহু আগেই টের পেয়েছে বিজেপি। তাই শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে নেমে গেরুয়া শিবির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদকে মধ্যপ্রদেশ বিধানসভায় প্রার্থী করে দিয়েছিল। যে ঘটনায় আবার উল্লসিত কংগ্রেস। তাদের দাবি, হার সুনিশ্চিত জেনেই বিজেপি এটা করতে বাধ্য হয়েছে।