40 workers
দেরাদুন: রবিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। এই ঘটনার ১৪৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই শ্রমিকদের। এখন আবার উদ্ধারকাজ বন্ধ করতে হয়েছে কারণ নতুন করে ফাটল ধরার শব্দ শোনা গিয়েছে। উদ্ধারকারীদের ধারণা, সুড়ঙ্গের ভিতরে আরও একটি ধস নেমেছে এবং এখনই উদ্ধারকাজ চালু রাখলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ৪০ জন শ্রমিকদের নিয়ে তাই উৎকণ্ঠা বাড়ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল শুক্রবারের মধ্যেই এই উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরও কত ঘণ্টা লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদিও শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, তাদের সুস্থ রাখতে সুড়ঙ্গপথে খাবারদাবার, ওষুধপত্র-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। আপাতত ১৬৫ জন উদ্ধারকারী উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো টিবেটিয়ান পুলিশ এবং বর্ডার রোডওয়েজ়ের বাহিনী।
জানা গিয়েছে, শ্রমিকদের উদ্ধার করতে ৬০ মিটার পর্যন্ত গর্ত তৈরি করার পরিকল্পনা আছে। এরপর সেই গর্তে ৮০০ এবং ৯০০ মিলিমিটার ব্যাসের একটি পাইপ ঢুকিয়ে তার মধ্যে দিয়ে বার করে আনা হবে শ্রমিকদের। তবে ফাটল ধরার শব্দের পর থেকে সেই কাজ বন্ধ। প্রসঙ্গত, এই সুড়ঙ্গে আটকে আছেন পশ্চিমবঙ্গের তিন শ্রমিক। তারা হুগলি এবং কোচবিহারের বাসিন্দা।