৬,৬০০ কর্মী নিয়োগের উদ্যোগ কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের

৬,৬০০ কর্মী নিয়োগের উদ্যোগ কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের

নয়াদিল্লি: করোনা সংক্রমণ ও দীর্ঘ লকডাউনের জেরে সারাবিশ্বে আর্থিক মন্দা শুরু হয়েছে প্রভাব পড়েছে ভারতের বাজারেও৷ আর এই অবস্থায় কোল ইন্ডিয়ার উৎপাদন ও মার্কেটিং বিভাগকে চাঙ্গা করতে চলতি বছরে প্রায় ৬ হাজার ৬০০ জন লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ৷

দ্রুত না হলেও এবছর নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ পদে৷ কোল ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গত বছর কল ইন্ডিয়ায় ৮ হাজার লোক নিয়োগ করা হয়েছিল৷ এর মধ্যে ১৩২৬ শূন্যপদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে৷ লকডাউনের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে৷ লকডাউন উঠে গেলেই এই সব পদে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে৷ এছাড়াও কোল ইন্ডিয়া সম্প্রতি ৪০০ ডাক্তার নিয়োগ করেছে৷

অন্যদিকে কোল ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্টে কাজের জন্য ৫০০ থেকে ৬০০ জন লোক নিয়োগ স্থগিত রাখা হয়েছে৷ সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হবে বলে দলীয় সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =