food menu
দেরাদুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়ার ১০ দিন পর ভিতরের ৪১ জন শ্রমিকের দেখা মিলেছিল প্রথমবার। তারপরও আরও ৩ দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত তাদের বের করে আনার জায়গায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। তবে শ্রমিকদের শারীরিক অবস্থার দিকে খেলায় রেখে পর্যাপ্ত খাবার পাঠানো হয়েছে। প্রথমে খিচুড়ি দেওয়া হয়েছিল, পরে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি দেওয়া হয়। এখন সেই খাবারেও বদল আনা হয়েছে।
আটকে পড়া শ্রমিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল তো রাখাই হচ্ছে, সঙ্গে ভালো খাবার দিয়ে যাতে মনোবলও বৃদ্ধি করা যায় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। আর এই কারণেই এদিন তাদের পাঠানো হয়েছে রুটি, ডাল এবং মিক্স ভেজ। এর সঙ্গে দেওয়া হয়েছে কমলালেবু, কলা এবং আপেল। আলাদা করে জলের পাউচও সরবরাহ করা হয়েছে সুড়ঙ্গে। তবে শুরু খেয়ে যে মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে না তা জানা কথা। এই কারণে সামগ্রিক পরিস্থিতি থেকে শ্রমিকদের মন একটু অন্য দিকে সরাতে পাঠানো হয়েছে লুডো। শ্রমিকদের মানসিকভাবে চাঙ্গা রাখাই এখন প্রধান লক্ষ্য।
ঠিক কবে উদ্ধার করা সম্ভব হবে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের, সেই উত্তর এখনও মিলছে না। অনুমান করা গিয়েছিল, শুক্রবারের মধ্যেই ভালো কোনও খবর আসবে। কিন্তু আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, শ্রমিকদের উদ্ধার করার জন্য যে টানেল তৈরি করা হচ্ছে, তাতে একটি বিশেষ ধরনের পাইপ ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্র সুখবর আসবে বলে আশা।