শীতে ঠোঁট ফাটা রুখতে কীভাবে নেবেন যত্ন?

শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের একস্ট্রা কেয়ারের প্রয়োজন। আমাদের রান্নাঘরে রোজকার প্রয়োজনীয় জিনিসের মধ্যেই লুকিয়ে আছে ঠোঁটের যত্নের উপাদান। ঘনঘন ঠোঁট চাটা বন্ধ করতে হবে। ক্যামফার, ইউক্যালিপটাস ও মেন্থল থাকে এমন বাম ব্যবহার থেকে বিরত থাকুন। রাতে শোবার আগে ঠোঁটে লিপ বাম অবশ্যই লাগাবেন। দোকান থেকে কেনা লিপ বামে পেট্রোলিয়াম,

শীতে ঠোঁট ফাটা রুখতে কীভাবে নেবেন যত্ন?

শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের একস্ট্রা কেয়ারের প্রয়োজন। আমাদের রান্নাঘরে রোজকার প্রয়োজনীয় জিনিসের মধ্যেই লুকিয়ে আছে ঠোঁটের যত্নের উপাদান। ঘনঘন ঠোঁট চাটা বন্ধ করতে হবে। ক্যামফার, ইউক্যালিপটাস ও মেন্থল থাকে এমন বাম ব্যবহার থেকে বিরত থাকুন। রাতে শোবার আগে ঠোঁটে লিপ বাম অবশ্যই লাগাবেন। দোকান থেকে কেনা লিপ বামে পেট্রোলিয়াম, এসেন্সিয়াল অয়েল বা গ্লিসারিন আছে কিনা দেখে নিন। নিয়মিত ঠোঁটে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। শীতকালে শরীরে যেন জলের ঘাটতি না হয় তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। শরীরকে সতেজ রাখতে ভিটামিন, খনিজ পদার্থে পূর্ণ খাবার খান।

অ্যালোভেরা
এটি খুবই সহজলভ্য। বাড়ির বাগানে বা ফুলের টবে এই গাছ লাগিয়ে রাখতে পারেন। অ্যালোভেরা রস ঠোঁটে লাগিয়ে রাখলে শুষ্ক ঠোঁটের হাত থেকে মুক্তি পাবেন।

ঘি
এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন। এটি ঠোঁটের শুষ্কতা কমিয়ে ঠোঁট নরম রাখতে সাহায্য করবে।

মধু
মধু ও গ্লিসারিনের মিশিয়ে ঠোঁটে লাগান আর নরম ঠোঁট পান।

গোলাপের পাপড়ি ও দুধ
টাটকা গোলাপের পাপড়ি নিয়ে কাঁচা দুধে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সারা দিনে অন্তত তিনবার ঠোঁটে লাগান। ঠোঁট হবে কোমল ও মসৃণ।

চিনি
চিনি স্ক্রাবার হিসেবে কাজ করে এবং মৃত কোষ ঠোঁট থেকে তুলে ঠোঁটকে নরম করে তোলে।

নারকেল তেল
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের গুরুত্ব অনেক। অল্প একটু নারকোল তেল গরম করে ঠোঁটে সারা রাত লাগিয়ে রাখুন ও সকালে উঠে নরম ঠোঁট পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =